ক্ষত সারাতে ভূমিকা রাখে মাছ

মাছের বিভিন্ন উপকারিতার কথা আমরা অনেকেই জানি। কিন্তু সাম্প্রতিক গবেষণায় প্রমাণিত হয়েছে, মাছের দেহের একটি প্রোটিন ত্বকের আঘাত সারাতে ভূমিকা রাখে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে আইএএনএস।
সম্প্রতি তেলাপিয়া মাছের ওপর গবেষণায় এ প্রোটিনের সন্ধান পান গবেষকরা। তারা জানিয়েছেন, কলাজেন নামে একটি প্রোটিনের কথা। এটি মাছ ছাড়াও বিভিন্ন প্রাণীদেহে পাওয়া যায়। প্রোটিনটি ত্বকের ক্ষত দ্রুত নিরাময়ে ভূমিকা রাখে।
চীনের ডংগুয়া ইউনিভার্সিটির গবেষক শিউমেই মো জানিয়েছেন, কলাজেন নামে এ প্রোটিনটি দ্রুত ত্বকের ক্ষত নিরাময়ে ভূমিকা রাখে বলে গবেষণায় দেখা গেছে।
এ প্রোটিনটি বিভিন্ন প্রাণীদেহে পাওয়া গেলেও তা ক্ষততে ড্রেসিং হিসেবে ব্যবহারে সংক্রমণের সম্ভাবনা বেড়ে যায়। পরে গবেষকরা তেলাপিয়া মাছ থেকে নেওয়া এ প্রোটিনটি ব্যবহারে সাফল্য পান।
প্রাথমিকভাবে ইঁদুরের ওপর এ গবেষণা চালানো হয়েছে। তবে গবেষকরা জানিয়েছেন, একই পদ্ধতি মানুষের ক্ষেত্রেও প্রয়োগ করা সম্ভব।
গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে ‘এসিএস অ্যাপ্লাইড ম্যাটেরিয়ালস অ্যান্ড ইন্টারফেসেস’ জার্নালে।



মন্তব্য চালু নেই