ক্রিকেটকে বিদায় জানালেন ইংলিশ অধিনায়ক

সময়টা ভালো যাচ্ছিলনা ইংল্যান্ডের। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছিল তারা। ব্যর্থতাকে সঙ্গী করে ক্রিকেটকেই বিদায় জানালেন ইংলিশ নারী দলের অধিনায়ক শার্লট অ্যাডওয়ার্ডস। ৩৬ বছর বয়সী অ্যাডওয়ার্ডস নারী দলের কোচ মার্ক রবিনসন এবং ইংলিশ নারী ক্রিকেট বোর্ডের প্রধান ক্লারে কন্নরের সাথে কথা বলেই এমন সিদ্ধান্ত নেন।

‘মার্কের সাথে খোলামেলা আলোচনা করেছি আমি। সে একটি নতুন দল গঠন করতে চাচ্ছে এবং আমি এটাকে পূর্ণ সমর্থন দিচ্ছি। আমি যদি দলকে আরো সামনে নিয়ে যেতে পারতাম তাহলে ভালো লাগতো কিন্তু পারছিনা দেখে কিছুটা হতাশাবোধ কাজ করছে। আমি মার্কের সিদ্ধান্তকে সম্মান জানাই এবং নতুন ক্রিকেটারদের মাধ্যমেই শক্তিশালি একটি দল গঠন করতে সর্বদা সহযোগিতা করবো।’

তিনি আরো বলেন, ‘এই মুহূর্তে ইংলিশ দল যে অবস্থানে আছে তা নিয়ে আমি গর্বিত। এমন একটা দলে খেলতে পারা, অধিনায়কত্ব করতে পারা সর্বোপরি অবদান রাখতে পেরে আমি আনন্দিত। আমি বিশ্ব ভ্রমণ করেছি, বিশ্বকাপ জিতেছি এবং অ্যাশেজ জিতেছি; এটা ছিলো স্বপ্নের মত।’

দীর্ঘ ২১ বছরের ক্রিকেট অধ্যায়ে দশ হাজারেরও বেশি আন্তর্জাতিক রান করেছেন তিনি। নারীদের ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক রানও তার দখলে। ওয়ানডে ৫৯৯২ রান করার পাশাপাশি টি-টোয়েন্টিতে করেছেন ২৬০৫ রান, যা নারীদের ক্রিকেটে সর্বোচ্চ। ক্যারিয়ারের বেশিরভাগ সময়েই সফলতার মুখ দেখেছেন। ২০০৬ সালে ইংল্যান্ডের অধিনায়ক হওয়ার পর ২০০৯ সালে জেতেন টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা। ২০০৮ সালে বর্ষসেরা নারী ক্রিকেটারের পুরষ্কারও নিজের করে নেন তিনি।



মন্তব্য চালু নেই