ক্রিকেটকে বিদায় জানানো ভাষণে যা বললেন দিলশান

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলেই রঙিন পোষাককে বিদায় দিয়েছেন শ্রীলঙ্কান মারকুটে ব্যাটসম্যান তিলকারত্নে দিলশান।

বিদায়ী ম্যাচে জয় না পেলেও শ্রীলঙ্কার হয়ে নিজের ভূমিকায় সন্তুষ্ট তিনি। ম্যাচের পর ক্রিকেটকে বিদায় জানানো ভাষণে তিনি বলেছেন,

‘আমি তিন সংস্করণে শ্রীলঙ্কার হয়ে যেভাবে খেলেছি তাতে সন্তুষ্ট। আমি নিজের স্ত্রীর সঙ্গে অবসর নিয়ে আগেই কথা বলেছি।’

নিজের অবসর নিয়ে দিলশান বলেছেন, ‘আমি সিদ্ধান্তটি কয়েকদিন আগেই নিয়েছি। আমি যেভাবে শেষ করেছি তাতে আমি সত্যিই আনন্দিত। শ্রীলঙ্কার হয়ে যতটুকু করেছি তাতেও আমি সন্তুষ্ট। আমার টেস্ট ক্যারিয়ারের মতোই এক সকালে ঘুম থেকে উঠে সিদ্ধান্ত নেই, এটাই চলে যাওয়ার সময়।’

তিনি আরও যোগ করেন, ‘এই সিরিজের পর আগামী ৬ মাস কোনও খেলা নেই। আর নতুনদের সুযোগ করে দিতে এটাই সঠিক সময়।’



মন্তব্য চালু নেই