ক্রিকইনফোর দ্বিতীয় সেরা বাংলাদেশের সেই ম্যাচ

২০১৫ সালে ক্রিকেটের যেকোনো বর্ষসেরা তালিকা করতে গেলে বাংলাদেশের নাম রাখতেই হবে। বিশ্বজুড়ে জনপ্রিয় সব পত্রিকা সেটা রাখছেও। এবার এই তালিকায় যোগ হল ক্রিকইনফো। তারা পুরো বছরের অসংখ্য ম্যাচ প্রতিবেদনের মাঝে সর্বাধিক পঠিত দশটি ম্যাচের তালিকা করেছে। সে তালিকার দ্বিতীয়স্থানে আছে বহুল আলোচিত বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনাল। রুবেলের নো-বল বিতর্ক, মাশরাফির বলে রায়নাকে আউট না দেওয়া, মাহমুদউল্লাহর ছক্কা না আউট—নানা বিতর্কে পাঠকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল ম্যাচটি।

এ তালিকায় শীর্ষে অবশ্য ভারতের আরেকটি ম্যাচ। অস্ট্রেলিয়ার সঙ্গে সেমিফাইনালে ভারত হেরে গেলেও সেদিনেরই ম্যাচ রিপোর্ট সবচেয়ে বেশি পাঠক টানতে পেরেছে। তৃতীয়স্থানে আছে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার অন্য সেমিফাইনালটি।

ক্রিকইনফোর বছরের সর্বাধিক পঠিত খবরের তালিকায় আছে বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনালের ম্যাচ রিপোর্টটিও। রুবেলের বলে জীবন ফিরে পেয়ে ভারতকে সেমিফাইনালে তুলে দিয়েছিলেন রোহিত শর্মা। ম্যাচটি শেষ পর্যন্ত ভারত অনায়াসে জিতলেও বড় প্রভাবক হয়ে ছিল রোহিতের জীবন ফিরে পাওয়া।



মন্তব্য চালু নেই