কোহলি-স্টোকস দ্বন্দ্ব

ভারত-ইংল্যান্ডের প্রথম টেস্টে দ্বন্দ্বে জড়িয়েছিলেন জেমস এন্ডারসন ও রবীন্দ্র জাদেজা। আবার সেই ট্রেন্ট ব্রিজে ঘটল একই রকম ঘটনার পুনরাবৃত্তি। শনিবার তৃতীয় ওয়ানডেতে তর্কে জড়িয়ে পড়লেন বিরাট কোহলি ও বেন স্টোকস।

বেন স্টোকসের বলে বিরাট কোহলি আউট হন ব্যাক্তিগত ৪০ রান ও দলীয় ১২০ রানের মাথায়। এসময় কোহলিকে উদ্দেশ্য করে তীর্যক বাক্য উচ্চারণ করেন ইংলিশ ফাস্ট বোলার স্টোকস। কোহলি স্টোকসের দিকে ব্যাট তুলে তার জবাব দেন। এর আগে প্রথম টেস্টে দ্বন্দ্বে জড়িয়ে বিতর্কিত হয়েছেন এন্ডারসন ও রবীন্দ্র জাদেজা। আবারও এরকম দৃশ্যায়ন ভাল চোখে দেখছে দুই দলের কতৃপক্ষ। তবে এবিষয়ে আপাতত বড় কোন কিছু ঘটছে না বলেই মনে হয়। আম্পায়াররাও বোলারকে সতর্ক করে দিয়ে খেলায় মনোযোগ দিলেন।

তবে বিষয়টি ছিল দৃষ্টি কটুই ছিল। সেকারণে মাঠের আম্পায়ার মাইকেল গফ ও পল রেইফেল তাৎক্ষণিকভাবে স্বাগতিকদের অধিনায়ক অ্যালেস্টার কুককে ডেকে সতর্ক করে দেন। এদিন তৃতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে ২-০ তে এগিয়ে যায় ভারত।



মন্তব্য চালু নেই