কোরবানির পশু বিক্রিতে এবার সুন্দরী মডেল!

কোরবানি ঈদের বাকি মাত্র ৩ সপ্তাহ। শুরু হয়েছে কোরবানি পশু কেনা-বেচা। হাটে পশু আছে অনেক, কিন্তু নেই ক্রেতা।

কোরবানির পশুর হাটে ক্রেতাদের টেনে আনতে এবার অভিনব পন্থা অবলম্বন করছে ইন্দোনেশিয়ার ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা কোরবানির পশু বিক্রিতে নিয়োগ করেছে সুন্দরী মডেলদের। ধমীয় দৃষ্টিকোন থেকে কোরবানির হাটে সেলস গার্ল নিয়োগ নিয়ে সমালোচিত হলেও অনেকটাই সফল ব্যবসায়ীরা।

কোরবানির হাটে সুন্দরী মডেল নিয়োগ দেয়ায় ভিড় বাড়তে শুরু করেছে। কোরবানির ঈদ সামনে রেখে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার একাধিক পশুর হাটে সুন্দরী সেলসগার্লদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

তারা সরাসরি গরু-ছাগাল বিক্রিতে অংশ নেয়ার পাশাপাশি হাটে বসেই ল্যাপটপে স্যোশাল মিডিয়ার মাধ্যমে ক্রেতাদের পশু কেনার অফার দিচ্ছেন।

ক্রেতারাও তাদের চমকপ্রদ অফারে গরু-ছাগল বাছাই করার পর কিনে নিচ্ছেন। এতে বেশ জমে উঠেছে পশুর হাট। ব্যবসায়ীরা তাদের লক্ষ্যে পৌঁছতে আশাবাদ ব্যক্ত করেছেন।



মন্তব্য চালু নেই