কোপেনহেগেনে বন্দুকধারীকে সহায়তায় দুজন অভিযুক্ত

কোপেনহেগেনে নিহত সন্দেহভাজন বন্দুকধারীকে সহায়তায় করায় দুইজনকে অভিযুক্ত করেছে পুলিশ। সোমবার ড্যানিশ পুলিশ এ তথ্য জানিয়েছে।

শনিবার কোপেনহেগেনের এক ক্যাফেতে বাকস্বাধীনতার ওপর একটি বিতর্ক চলাকালে ওই ক্যাফে লক্ষ করে ৪০টিরও বেশি গুলি ছোড়ে হামলাকারী। অনুষ্ঠানে ডেনমার্কে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ছাড়াও সুইডিশ চিত্রশিল্পী লার্স ভিল্কস উপস্থিত ছিলেন। মহানবীর ব্যঙ্গচিত্র আঁকায় মৃত্যুর হুমকির মধ্যে ছিলেন তিনি। এর কয়েক ঘন্টা পর সন্দেহভাজন ওই বন্দুকধারী কোপেনহেগেনের একটি সিনাগগে গিয়ে গুলিবর্ষণ করলে সেখানকার এক ইহুদি পাহারাদার নিহত ও দুই পুলিশ আহত হন। রবিবার পুলিশের গুলিতে নিহত হয় সন্দেহভাজন বন্দুকধারী ওমর এল হুসেইন।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারীর অস্ত্র ও তাকে লুকিয়ে থাকতে সহযোগিতা করেছিলেন আটককৃত দুজন। পরে তারা তাকে পালিয়ে যেতেও সহায়তা করেন। তবে প্রাথমিকভাবে তাদের নাম প্রকাশ করা হয়নি। তবে তারা দুজনই অভিযোগ অস্বীকার করেছে বলে এক আইনজীবী জানিয়েছেন।



মন্তব্য চালু নেই