কোথাও স্বস্তি নেই : এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘রমজান মাসেও মানুষের মনে স্বস্তি নেই। রাস্তা ও ফুটপাত দখল হয়ে গেছে। যানজটে নাভিশ্বাস উঠেছে মানুষের। যেদিকে তাকাই সবদিকেই অন্ধকার।’

রাজধানীর যমুনা ফিউচার পার্কের রেস্তোরাঁয় জাতীয় মহিলা পার্টি আয়োজিত ইফতার পার্টিতে প্রধান অতিথির বক্তব্যে প্রাক্তন রাষ্ট্রপতি এরশাদ এসব কথা বলেন।

মহিলা পার্টির সভানেত্রী অ্যাডভোকেট সালমা ইসলামের সভাপতিত্বে ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন দলের জ্যেষ্ঠ নেতা ও পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রাক্তন মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার, বিরোধী দলের চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, ফখরুল ইমাম এমপি, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাসুদা রশিদ চৌধুরী, সুনীল শুভ রায়, মীর আব্দুস সবুর আসুদ, ভাইস চেয়ারম্যান মোরশেদ মুরাদ ইব্রাহিম, মাহজাবিন মোরশেদ এমপি, ইকবাল হোসেন রাজু, জহিরুল ইসলাম জহির, মহিলা পার্টির সাধারণ সম্পাদিকা অনন্যা হোসেন মৌসুমী, নুরুল ইসলাম নুরু, গোলাম মোহাম্মদ রাজু, সরদার শাহজাহান, আশরাফ সিদ্দিকী, শাহ আলম তালুকদার, জাহাঙ্গির হোসেন, মোবারক হোসেন আজাদ, নারী নেত্রী নাজমা আকতার, শাহিদা রহমান রিংকু, ডা. সেলিনা খান, মনোয়ারা তাহের মানু, শাহনাজ পারভিন প্রমুখ।

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেন, ‘জাতীয় পার্টি এখন আগের চেয়ে বেশি শক্তিশালী ও সুসংগঠিত। আগামী নির্বাচনে অংশ নিয়ে জাতীয় পার্টিকে আবারও ক্ষমতায় নিতে হবে। তবেই মানুষের প্রত্যাশা পুরণ হবে।’



মন্তব্য চালু নেই