কোচকে দেওয়া কথা রাখলেন তামিম

দারুণ ফর্মে তিনি। প্রথম ম্যাচে করেছিলেন ৮৩। মানে সেঞ্চুরির কাছে গিয়েও স্বপ্নভঙ্গ। এ ম্যাচের পর কোচ হাথুরাসিংহেকে বলেছিলেন, এই বিশ্বকাপেই আমি সেঞ্চুরি করব। তামিম কথা রাখলেন। এবং সেঞ্চুরিটা পেয়ে গেলেন বাছাই পর্বেই। কোচকে দেওয়া কথাটাই তাই আগে ভাগেই রাখা হয়ে গেল।

৬৩ বলে ১০৩ রানে থাকেন অপরাজিত। টি-২০ ফরমেটে এটাই বাংলাদেশের প্রথম সেঞ্চুরি। ইনিংস শেষে স্টার স্পোর্টসকে দেওয়া সংক্ষিপ্ত সাক্ষাৎকারে তামিম বলেন,‘ আমি কোচকে কথা দিয়েছিলাম, এই বিশ্বকাপেই আমি তোমাকে সেঞ্চুরি উপহার দিব। আমি সেটা করতে পেরে খুশি।’

১৮০ রানকে ভালো সংগ্রহ বলে মনে করেন তামিম। বলেন,‘ এটা ভাল স্কোর। যদিও আমরাদের শুরু ভাল ছিল না। প্রথম পাওয়ার প্লেতে আমরা কমপক্ষে ৩৫-৪০ রান করতে চেয়েছিলাম। কিন্তু প্রথম ক’য়েক ওভারে তারা দারুণ বোলিং করেছে। টপ অর্ডারে ২/৩ জন ব্যাটসম্যান ভাল ইনিংস খেলার লক্ষ্য ছিল আমাদের।’



মন্তব্য চালু নেই