বায়তুল মোকাররমে জনতার ঢলে কোকোর জানাজা

আরাফাত রহমান কোকোর জানাজায় অংশ নিতে জনতার ঢল নামে। মঙ্গলবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের ভেতের ও আশপাশের এলাকায় প্রচুর লোক সমাগম হয়। জানাজার পর পর্যন্তও লোকের ভিড় ক্রমেই বেড়েই চলে। জনতার ভিড়ে পল্টন থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

জানাজায় অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে শোকার্ত বিএনপির নেতা-কর্মীরা জড়ো হয় বায়তুর মোকারম এলাকায়। সাধারণ জনতার পাশাপাশি বিএনপি নেতাদের মধ্যে বায়তুল মোকাররমে উপস্থিত হন ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা, ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, মীর নাছির উদ্দিন, আবদুল্লাহ আল নোমান, বিচারপতি টিএইচ খান, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, ইসলামি ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী, জামায়াত নেতা শামিম সাঈদী প্রমুখ।

বায়তুল মোকাররমের খতিব মাওলানা সালাউদ্দিন আহমেদ জানাজায় ইমামতি করেন।



মন্তব্য চালু নেই