কে বলবে এখানে দুজন নারী আছেন !

প্রাণী না মানুষ, নাকি অন্য কিছু! একটু ভালো করে তাকিয়ে দেখুন। কী দেখতে পাচ্ছেন? ইয়োহানেস শ্টোটারের ক্যানভাস হচ্ছে মানব শরীর। আর তার শিল্পে মানুষ হয়ে উঠছে অন্যরকম।

frog

সত্যিই কি ব্যাঙ!

৫ ঘণ্টায় ৫ ব্যক্তির ত্বকে অসম্ভব সুন্দর বর্ণালী ফুটিয়ে তুলেছেন শিল্পী। এরপর তাদের এমনভাবে স্থাপন করেছেন কে বলবে সেখানে কোন মানুষের অস্তিত্ব আছে? আপনি কি এখানে তাদের খুঁজে পাচ্ছেন?

bird

সত্যিই তোতাপাখি!

এটা আসলেই অবাস্তব। একেবারেই বোঝার উপায় নেই। আপনি নিশ্চয়ই ভাবছেন এখানে অবাস্তবতার কি আছে, এটা তো একটা পাখি। আসলেই কি তাই? একটু ভালো করে লক্ষ্য করুন। এই শিল্পটি তৈরি করতে শিল্পীর লেগেছে ৪ ঘণ্টা।

dif

একটি ব্যাঙ না দুই নারী?

শরীর অঙ্কন যে কতটা অসাধারণ হতে পারে তার প্রমাণ এই শিল্পকর্ম। কে বলবে এখানে দুজন নারী আছেন!

arts

ইটালির শিল্পী

ইটালির শিল্পী ইয়োহানেস শ্টোটারের প্রথম মডেল জন লিওনার্দো। গত বছর অক্টোবরে আটলান্টার একটি আকাশচুম্বী ভবনের কাছে তার দেহ অঙ্কন করছেন শিল্পী।

0,,18391074_303,00

স্থাপত্য না মানুষ?

দেহ অঙ্কন শেষে ইয়োহানেস যখন লিওনার্দোকে আকাশচুম্বী ভবনের কাছে দাঁড় করালেন, তখন অন্য স্থাপত্যের সাথে তার কোনো তফাৎ রইলো না।

0,,18391073_303,00

জার্মানিতে ইয়োহানেস

এটা ২০১৩ সালের ছবি, যখন জার্মানির লাইপশিস-এ ‘বিউটি ফোরাম’ প্রতিযোগিতায় অংশ নিতে এই নারীর দেহ অঙ্কন করেছিলেন তিনি।



মন্তব্য চালু নেই