কে এগিয়ে, শাকিব নাকি মাহি?

বেশ কয়েকটি মুক্তি পেলেও এবারের ঈদে সিনেমা ব্যবসায়ীদের আলোচনায় ছিল মূলত তিনটি সিনেমা। এর মধ্যে শাহিন সুমনের পরিচালনায় এবং শাকিব খান ও অপু বিশ্বাসের অভিনীত ছবি ‘লাভ ম্যারেজ’। অন্যদিকে ইফতেখার চৌধুরীর পরিচালনায় ‘অগ্নি-২’ সিনেমাতে মাহি ও ওম জুটি বেঁধে অভিনয় করেছেন। এছাড়া তন্ময় তানসেনের পরিচালনায় ‘পদ্মপাতার জল’ ছবিতে অভিনয় করেছেন ইমন ও ছোট পর্দার জনপ্রিয় মুখ মীম।

তবে ‘লাভ ম্যারেজ’ ও ‘অগ্নি-২’ ছবি দু’টির মধ্যেই লড়াই হবে বলে ধারণা করেছিলেন চলচ্চিত্র বোদ্ধারা। একদিকে হার্টবিট প্রোডাকশনের প্রযোজনায় ‘লাভ ম্যারেজ’ রেকর্ড সংখ্যক ১২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। অপরদিকে ‘অগ্নি-২’ মুক্তি পেয়েছে দেশের ১০২টি প্রেক্ষাগৃহে। এর পাশাপাশি বাংলাদেশের বাইরে পশ্চিম বাংলারও বেশকিছু প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। চলচ্চিত্র বোদ্ধরা এও ভাবছেন সপ্তাহ শেষে এ দু’টি ছবিই ব্যবসায়িক দিক থেকে সফল হওয়ার দৌড়ে এগিয়ে থাকবে। এখন শুধু সময় গড়িয়ে সপ্তাহ শেষ হওয়ার পালা।

পাশাপাশি ভিন্নধারার গল্প অবলম্বনে ট্রাইপড স্টুডিওর প্রযোজনায় ‘পদ্মপাতার জল’ ছবিটি ২৭টি প্রেক্ষাগৃহসহ দেশের বিভিন্ন জেলা শহরের অডিটোরিয়ামে মুক্তি পেয়েছে। তবে প্রত্যেকটি ছবিই দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রত্যাশিত দর্শক পেয়েছে। হয়তো কেথায়ও কম কোথায়ও বেশি। চলচ্চিত্র সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।

তবে আশার বাণী হলো তিনটি সিনেমাই তিন শ্রেণীর দর্শক পছন্দ করেছেন। দর্শকরা বেশ আনন্দ নিয়েই ছবিগুলো দেখছেন। দেশের বেশ কয়েকজন হল মালিক ও বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করা হয়েছে কোন ছবিটি দর্শক কতটুকু গ্রহণ করেছে।

তিনটি ছবির মধ্যে কোনটি ঈদের চতুর্থ দিনে এসে এগিয়ে রয়েছে? এ বিষয়ে বাংলাদশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দিন বলেন, ‘এবারতো ঈদের আগে থেকেই বৃষ্টি, যার কারণে দর্শকদের প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখতে একটু বেগ পেতে হয়েছে। তারপরও দর্শকরা প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখছে। এবারের ঈদে যে তিনটি ছবি মুক্তি পেয়েছে তার মধ্যে ‘লাভ ম্যারেজ’ এখন পর্যন্ত বেশ এগিয়ে আছে। ঈদের দিন থেকে শুরু হয়ে আজ চতুর্থদিন পর্যন্ত ঢাকা ও দেশের অন্যান্য হল মালিকদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে। এছাড়া সম্প্রতি ‘লাভ ম্যারেজ’র মতো কোনো ছবি এতগুলো প্রেক্ষাগৃহে একসঙ্গে মুক্তি পায়নি।’

তিনি জানান, দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘অগ্নি-২’। ছবিটি দর্শকরা বেশ ভালোভাবে গ্রহণ করেছে। মাহি তো আছেই, এর পাশাপাশি ওমকেও দর্শকরা গ্রহণ করেছে। তবে ‘পদ্ম পাতার জল’ ছবিটি আবার এক শ্রেণীর দর্শক গ্রহণ করেছে। যাদের কাছে আবার ‘অগ্নি-২’ ও ‘লাভ ম্যারেজ’ পৌঁছতে পারেনি। তবে আমার কাছে মনে হয়েছে গতানুগতিক বাণিজ্যিক ধারার ছবি না হওয়ায় ‘পদ্ম পাতার জল’ দর্শকরা একটু দ্বিধা-দন্দ্বে ছিল।’

এদিকে কিশোরগঞ্জের রংমহল প্রেক্ষাগৃহে চলছে ‘লাভ ম্যারেজ’ ছবিটি। এ প্রেক্ষাগৃহের মালিক আব্দুল হামিদ বলেন, ‘ভালোই চলছে খারাপ না। বৃষ্টির কারণে দর্শকদের হলে গিয়ে ছবি দেখতে একটু বেগ পেতে হয়েছে।’

হামিদ বলেন, ‘শাকিব-অপুর ছবি মানেই দর্শক প্রিয়তা। এ ঈদেও এর ব্যতিক্রম ঘটেনি। তাই ব্যবসার দিক থেকে ‘লাভ ম্যারেজ’ এগিয়ে রয়েছে। ছবিটি দর্শকরা বেশ আগ্রহ নিয়েই দেখছে।’

অন্যদিকে গাজীপুরের জয়দেরপুরের উল্কা প্রেক্ষাগৃহেও চলছে ‘লাভ ম্যারেজ’ ছবিটি। এ প্রেক্ষাগৃহের মালিক রফিক উদ্দিন বলেন, ‘খারাপ না, ভালোই চলছে। কমেডি ছবি তো যার কারণে দর্শকদের একটু আগ্রহও বেশি। একেবারে হাউজফুল না বললেও বেশ ভালোই সাড়া পাচ্ছি। সবেতো মাত্র চারদিন, সপ্তাহ শেষে বাকিটা বোঝা যাবে। তবে আমরা ধারণা ছবিটি ব্যবসা সফল হবে।’

ঢাকার মতিঝিলের মধুমিতা প্রেক্ষাগৃহে চলছে ‘অগ্নি-২’। এ প্রেক্ষাগৃহের মালিক ইফতেখার চৌধুরী নওশাদ বলেন, ‘বৃষ্টির মধ্যেও খারাপ যাচ্ছে না। এছাড়া ছবিটি তো যৌথ প্রযোজনার। এ ছবিতে নতুন কিছু ফাইটের দৃশ্য রয়েছে। যার কারণে দর্শকদের কাছে একটু নতুনত্ব লেগেছে। বেশ বড় বাজেটের ছবি হওয়ার কারণে দর্শকদের কাছে বেশ চমকের মতোই ছিল। নতুন কিছু দেখার আগ্রহ নিয়েই হলে গিয়েছিল দর্শকরা। কারণ তারা আগে এ ধরনের ফাইট দেখেনি।’

তিনি বলেন, ‘পুরোপুরি হাউজফুল না গেলেও বেশ দর্শক আসছে ছবিটি দেখার জন্যে। বৃষ্টির মধ্যেও দর্শকরা যেভাবে হলে আসছে তাতে মনে হচ্ছে ব্যবসায়িক দিক থেকে ভালোই যাবে।’

তবে ভিন্ন কথা জানালেন মুন্সীগঞ্জের পান্না প্রেক্ষাগৃহের মালিক আজগর হোসেন। তার হলে চলছে ‘অগ্নি-২’। আজগর হোসেন বলেন, ‘কোনো রকম দায়সারা ভাবে চলছে। দর্শকদের কাছে অগ্নি-২ সেভাবে সাড়া পায়নি। কারণ এখানকার দর্শকরা তো সবাই শ্রমিক। তারা বেশিরভাগই বাড়ি চলে গেছে। এখন পর্যন্ত ব্যবসায়িকভাবে খুবই খারাপ অবস্থায় আছি। সপ্তাহের সাতদিনের মধ্যে চারদিন চলে গেলো। এখন দেখা যাক কি হয়।’

এদিকে ‘অগ্নি-২’ এর প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার দাবি, মাহি ও ওম জুটির অভিনীত ছবি ‘অগ্নি-২’ প্রথম দিনেই ২ কোটি ১০ লাখ টাকার ব্যবসা করেছে। আর মুক্তির পরদিন ছবিটি আয় করেছে ১ কোটি ৮০ লাখ টাকা। যা কি না দেশীয় চলচ্চিত্রের হিসাবে নতুন একটি রেকর্ড। এর আগে কোনো ছবি এতো টাকার ব্যবসা করেননি বলে জানায় ছবির প্রযোজনা প্রতিষ্ঠানটি।



মন্তব্য চালু নেই