কেন মোদীকে বিশ্বের অন্যতম ক্ষমতাশালী ব্যক্তিত্বের তকমা দিয়েছে ফোর্বস?

কিছুদিন আগেই ‘টাইমস পার্সন অব দ্য ইয়ার’-এর প্রথম দশের তালিকায় জায়গা করে নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার আরও এক নয়া পালক যুক্ত হল মোদীর মুকুটে। এবার ফোর্বস ম্যাগাজিন-প্রকাশিত বিশ্বের সেরা দশ ক্ষমতাবান ব্যক্তিত্বের তালিকায় ঢুকে পড়লেন মোদী৷

সম্প্রতি বিশ্বের সবথেকে ৭৪ জন ক্ষমতাবান ব্যক্তির একটি তালিকা প্রকাশ করে ফোর্বস। সেই তালিকায় ৯ নম্বরে স্থান করে নিয়েছেন প্রধানমন্ত্রী৷ ওই তালিকায় প্রথম স্থানে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় স্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তৃতীয় স্থানে রয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল৷ ফোর্বসের মতে মহিলাদের মধ্যে সবচেয়ে ক্ষমতাবান হলেন তিনি।

ফোর্বস-প্রকাশিত ওই তালিকায় প্রথম দশের মধ্যে মোদীর নাম আসা নিয়ে ফোর্বস জানিয়েছে, ভারতের ১.৩ বিলিয়ন মানুষের মধ্যে মোদীর জনপ্রিয়তা তুঙ্গে। গত কয়েক বছরে মোদীর বিদেশ ভ্রমণের ফলে আন্তর্জাতিক স্তরেও মোদীর জনপ্রিয়তা অনেকটাই বেড়ে গিয়েছে। কিন্তু সব কিছুকে ছাপিয়ে মোদীর জনপ্রিয়তা বৃদ্ধির অন্যতম মূল কারণ হয়ে দাঁড়িয়েছে মোদীর নোটবাতিলের সিদ্ধান্ত।

ফোর্বসের তালিকায় প্রথম স্থানে থাকায় আন্তর্জাতিক স্তরে পুতিনের ক্ষমতা আরও একবার স্বীকৃতি পেল বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। এই তালিকার ৪৮ নম্বর স্থানে রয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ৩৮ নম্বর স্থানে জায়গা করে নিয়েছেন আরও এক ভারতীয়— রিলায়েন্স কোম্পানির চেয়ারম্যান মুকেশ অম্বানী৷ ফোর্বস জানিয়েছে, রিলায়েন্স জিও-র জনপ্রিয়তাই তাঁকে এই স্থান দিয়েছে৷



মন্তব্য চালু নেই