কেন এই বিভেদের জাতীয়করণ?

তানভীর আহম্মেদ : বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার ।এই সরকারের আমলে ২৬ হাজারেরও অধীক রেজিষ্টার প্রাইমারি স্কুল সরকারীকরণ করা হয়েছে ।যা এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অমর হয়ে থাকবে এই দেশের মানুষের মনে । যার ফলে প্রাইমারি শিক্ষাক্ষেত্রে শিক্ষকদের মধ্যে আর কোনো ভেদাভেদ নেই।নেই কোনো মানসিক পীড়ন। সু-শৃঙ্খল ভাবে চলছে পাঠদান ।যা তদারকি করতে সুবিধা হচ্ছে সরকারের । উন্নয়নের এই ধারাবাহিকতায় বর্তমান সরকারের আমলে ১৬২২ টির অধীক প্রতিষ্ঠান এমপিও করণ হয়েছে ।ডিগ্রি পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করা হয়েছে। ১০ম শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তক বিনামূল্যে প্রদান করছে সরকার।দেশের ২৮৯৯ টি বেসরকারী কলেজের মধ্যে ১৫০০ টি কলেজে চারতলা বিশিষ্ট আইসিটি ভবন নির্মাণ চলছে ।যার প্রকল্পের খরচ ৫৫৪৭ কোটি ৭০ লক্ষ্য ৩০হাজার টাকা ।২০১০ শিক্ষানীতি প্রনয়ন । বেসরকারী শিক্ষকদের ১০ম জাতীয় পে-স্কেলে অন্তর্ভুক্তি করণ। উন্নয়নের এই ধারাবাহিকতায় বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে প্রতিটি উপজেলায় একটি করে স্কুল ও কলেজ সরকারী করণ করার সিদ্ধান্ত নেয়।যেটির কাজ বর্তমানে চলছে ।ইতোমধ্যে ১৯৯ টি কলেজ ও ৭৫ টি স্কুল সরকারী ঘোষনা করা হয়েছে ।এবং অন্যান্য প্রতিষ্ঠানের কাজ চলছে । সমস্যা এখানেই তৈরী হয়েছে ।প্রশ্ন থাকে যে,যেসকল প্রতিষ্ঠান সরকারী ঘোষণা করা হচ্ছে তারাই কি শুধু ঐ উপজেলার যোগ্য প্রতিষ্ঠান ? না কি সেখানে আরও যোগ্য প্রতিষ্ঠান আছে ? কি যোগ্যতা বলে তারা অন্যান্য প্রতিষ্ঠানের মানের বা তারচেয়ে কম যোগ্যতা সম্পন্ন হওয়ার পরেও সরকারী হচ্ছে ? আসলে আমার মূল কথা এটা না,আমার দাবি, এইরকম ভাবে সরকারী করণ না করে সকল প্রতিষ্ঠানকে একযোগে সরকারী ঘোষণা করা হোক ।যেমন ভাবে রেজিষ্টার প্রাইমারি স্কুলকে ঘোষনা করা হয়েছিলো ।তাতে কোনো ভেদাভেদ তৈরি হবে না।এতে সরকারের খরচ কিছুটা বাড়বে ।কিন্তু উপকৃত হবে দেশ। তখন গোটা শিক্ষা বাবস্খার একটি মাত্র স্তর থাকবে ।যা পরিচালনা করতে সহজ হবে সরকারের । এটি করা বর্তমান সরকারের কাছে খুব কঠিন বিষয় না।কারণ যে সরকার বিদেশী সাহায্য ছাড়া পদ্মা সেতু করতে পারে।ঢাকা টু চট্টগ্রাম,ঢাকা টু ময়মনসিংহ,ঢাকা টু গাজীপুর চার লেনের রাস্তা করতে পারে,মেট্রোরেলের কাজ করেতে পারে,সাত বছরেই ৫০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে,সকল চাকুরিজীবীদের বেতন দ্বিগুণ করে দিতে পারে।সেই সরকারের কাছে কোনো কিছু অসম্ভব নয়। সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন আপনি দেশের সকল শিক্ষকদের কথা চিন্তা করে এবং শিক্ষকদের মর্যাদার কথা ভেবে শিক্ষকগণ যেনো কোনো ভাবেই বৈষম্যের শিকার না হয় সেদিকে লক্ষ্য রেখে সকল বেসরকারি স্কুল কলেজকে একযোগে সরকারী ঘোষণা করবেন । এতে শিক্ষকগণের যে মনোকষ্ট তা দূর হবে।এবং তারা যথাযথ মর্যাদা পাবে ।সঙ্গে সমগ্র শিক্ষাব্যবস্থাকে সুন্দর ভাবে পরিচালনা করতে সহজ হবে ।যার ফলে বাংলাদেশে নতুন দিগন্ত উন্মোচন হবে ।যা শুধু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার পক্ষেই সম্ভব ।

লেখক:
তানভীর আহম্মেদ
(আবাদপুকুর মহাবিদ্যালয়, রাণীনগর, নওগাঁ )


(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের একান্ত নিজস্ব। আওয়ার নিউজ বিডি’র সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আওয়ার নিউজ বিডি আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় গ্রহণ করে না)



মন্তব্য চালু নেই