কেন্দ্রীয় কারাগারের জমিতে জবির হল নির্মানের দাবি ছাত্রফ্রন্টের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে(জবি) প্রায় ২১ হাজার শিক্ষক-শিক্ষার্থী রয়েছে, কিন্তু তাদের মাথা গোঁজার ঠাঁই নাই। প্রতিষ্ঠার ৯ বছর পেরিয়ে গেলেও আবাসন সমস্যার সমাধান করতে পারেনি জবি প্রশাসন।
রোবাবার দুপুরে হল নির্মাণের দাবিতে আয়োজিত মানববন্ধনে জবি শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মাসুদ রানা এসকল কথা বলেন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের ঘোষণা দিয়েছেন। মানববন্ধনে বক্তারা সরকারের প্রতি কেন্দীয় কারাগারের এ জায়গা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল নির্মাণের জন্য দেওয়ার আহ্বান জানান।
প্রচার ও প্রকাশনা সম্পাদক কৃষ্ণ বর্মন এর সঞ্চালনায় মানববন্ধনে জবি শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।



মন্তব্য চালু নেই