কেনীয় রাষ্ট্রপতির বিচার অনির্দিষ্টকালের জন্যে স্থগিত

মানবতাবিরোধী অপরাধের দায়ের বিচারাধীন কেনিয়ার রাষ্ট্রপতি উহুরু কেনিয়াত্তার বিচার আন্তর্জাতিক অপরাধী আদালতের প্রধানের নির্দেশে অনির্দিষ্টকালের জন্যে স্থগিত ঘোষণা করেছে বিচারকেরা। নাইরোবি এ বিচারকার্যে কোন সহায়তা করছে না বলে অভিযোগ উঠেছে।

নাইরোবির অসহোযোগীতার কারণ দর্শিয়ে তাদের পুনরায় বিচার শুরু করার আবেদন জানাতে অনুরোধ করেছেন আন্তর্জাতিক অপরাধী আদালত প্রধান ফাতু বেনসৌদা। ডেনমার্কের রাজধানী হেগে অবস্থিত এ আদালতে এ বিবৃতিতে তিনি তার ভাষ্য তুলে ধরেন।

‘যথোপযুক্ত সম্মান প্রদর্শনোত্তর বিনয়ের সঙ্গে জানানো যাচ্ছে যে, বিচারকার্য ঠিক ততদিন পর্যন্ত স্থগিত রাখা হবে, যতদিন কেনিয়া সরকার একটি সংশোধিত পরিমার্জিত অনুরোধপত্র পুনরায় আদালতে উপস্থাপন না করছেন।’

প্রসঙ্গত উল্লেখ্য, কেনিয়ার রাষ্ট্রপতি উহুরু কেনিয়াত্তা ২০০৭-০৮ সালে নির্বাচনোত্তর সময়ে ব্যাপক সহিংসতার দায়ে অভিযুক্ত হয়েছেন এবং পঁচটি পৃথক আদালতে তার কৃত সহিংসতার বিরুদ্ধে মামলার বিপরীতে বিচারকার্য পরিচালিত হয়ে আসছিল।



মন্তব্য চালু নেই