কুয়েতের মসজিদে আইএসের বোমা হামলায় নিহত ১৯

কুয়েতের রাজধানী কুয়েত সিটির শিয়া সম্প্রদায়ের একটি মসজিদে আত্মঘাতি বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৯ ‍নিহত হয়েছেন। এ ছাড়া বেশ কিছু লোক আহত হয়েছেন।

শুক্রবার জুমার নামাজের পর আল সাদিক মসজিদে ওই হামলার ঘটনা ঘটে।

অসমর্থিত একটি সূত্রের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম কুয়েত টাইমস বলেছে, নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে। ইসলামিক স্টেট বা আইএস সংশ্লিষ্ট আল নাদজ প্রভিন্স নামের একটি গ্রুপ হামলার দায় স্বীকার করেছে। আবু সুলায়মান আল মুজাহিদ নামের এক হামলাকারী ওই হামলায় অংশ নেয় বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে আলজাজিরার খবরে বলা হয়, ভিডিও ফুটেছে বেশ কিছু লাশ পড়ে থাকতে দেখা গেছে। এ ছাড়া পুরো এলাকা ব্যাপক ধোঁয়ার আছন্ন হয় বলে দেখা যায়। হতাহতের সঠিক সংখ্যা আরও বেশি হবে বলে মনে করা হচ্ছে। স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, আহত অনেকের অবস্থা গুরুতর।

আল সাদিক মসজিদের খতিব শেখ হামেদ সাদি আল সালেহ কুয়েত টাইমসকে বলেন, ‘নামাজের সিজদায় গেলে পেছনের সারিতে তিনবার আল্লাহু আকবার বলে চিৎকার দেয় ওই আত্মঘাতি হামলাকারী। এরপর বিস্ফোরণ ঘটায়। তার আশপাশে থাকা লোকদের বেশি ক্ষতি হয়েছে।’

বোমা হামলায় ঘটনায় কুয়েত সরকার মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছে।



মন্তব্য চালু নেই