কুড়িলের ২ লেক উদ্ধারের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর কুড়িলে দু’টি লেক উদ্ধার করে তা দ্রুত খননের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে কোনো আপোস না করার কথাও বলেন তিনি।
রোববার সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় পরিদর্শনে এসে কর্মকর্তাদের উদ্দেশ্য বক্তব্যকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘ঢাকা শহরে আর কোনো বক্স কালভার্ট নির্মাণ করতে দেয়া হবে না। রাজধানীতে যেখানে-সেখানে হাসপাতাল নির্মাণের অনুমতিও দেয়া হবে না।’
তিনি বলেন, ‘কেবল স্থাপত্য শৈলী আছে এমন ধরনের লাল দালান সংরক্ষণ করতে হবে। অপ্রয়োজনীয় কোনো দালান সংরক্ষণের দরকার নেই।’
সাতটি বিভাগীয় শহরে এবং উপজেলা শহরের জন্য মাস্টার প্ল্যান জরুরি উল্লেখ করে তিনি বলেন, ‘প্রতিটি বিভাগীয় শহরের একটি করে কেন্দ্রীয়ভবন নির্মাণ করতে হবে, যেখানে সাধারণ মানুষ এসে সব ধরনের সেবা নিতে পারে। এটা করা হলে একাধিক ভবনের জন্য বরাদ্দ জমি রক্ষা পাবে।’



মন্তব্য চালু নেই