কুড়িগ্রামে রেল অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা

কুড়িগ্রাম প্রতিনিধি: ঢাকা-কুড়িগ্রাম-চিলমারী রুটে আন্ত: ট্রেন ভাওয়াইয়া এক্সপ্রেস চালুসহ ১১ দফা দাবী বাস্তবায়নের জন্য ৩০এপ্রিল রেল পথ অবরোধ কর্মসূচি ঘোষণা দেয়া হয় সংবাদ সম্মেলনে।

কুড়িগ্রাম প্রেসক্লাবে বৃহস্পতিবার দুপুরে রেল-নৌ,যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, রেল-নৌ,যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সভাপতি তাজুল ইসলাম,অর্থ সম্পাদক শামসুজ্জামান সুজা,সাংগঠনিক সম্পাদক জামিউল ইসলাম বিদ্যুৎ প্রমূখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সহ-সভাপতি প্রভাষক আব্দুল কাদের।

সংবাদ সম্মেলনে বলা হয়,ঢাকা-কুড়িগ্রাম-চিলমারী রুটে আন্ত: ট্রেন ভাওয়াইয়া এক্সপ্রেস চালুসহ ১১ দফা দাবী আদায়ের লক্ষ্যে ৩০ এপ্রিল রেল অবরোধের ডাক দেয়া হয়।

কুড়িগ্রাম,রমনা,বালাবাড়ি, উলিপুর,পাচঁপীর, রাজারহাট, সিঙ্গেরডাবরী রেল ষ্টেশনে শনিবার সকাল ৯.৩০ মিনিট থেকে ১০.৩০ মিনিট পর্যন্ত একযোগে রেল অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়।



মন্তব্য চালু নেই