কুড়িগ্রামে বিজিবি কর্তৃক ভারতীয় মাদকদ্রব্য আটক

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার গোড়কমন্ডল এবং শিমুলবাড়ি সীমান্ত এলাকায় বিজিবি কর্তৃক অভিযান চালিয়ে ভারতীয় মাদকদ্রব্য আটক করেছে। গোড়কমন্ডল বিওপির নায়েক মোঃ ফারুখ হোসেন এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে।

টহল দলটি গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচার প্রতিরোধ অভিযানের উদ্দেশ্যে রবিবার সকাল ০৯৪৫ ঘটিকায় মেইন পিলার ৯২৯ এর ৬ এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোড়কমন্ডল নামক রাস্তার উপর অবস্থান গ্রহণ করে। পরে সেখানে ১ জন লোক মাথায় বস্তা নিয়ে ঐ স্থানে আসার পর টহল দলকে দেখা মাত্রই মাথার বস্তা মাটিতে ফেলে দ্রুত পালিয়ে যায়।

সেখান থেকে বিজিবি টহল দল ১৯ বোতল ভারতীয় হ্যাপী গোল্ড মদ জব্দ করে। জব্দকৃত মদের মূল্য ২৮,৫০০/- টাকা। অপরদিকে শিমুলবাড়ি বিওপির নায়েক মোঃ ইউসুফ আলীর এর নেতৃত্বে রবিবার ভোর ০৫৪৫ ঘটিকায় মেইন পিলার ৯৩৭ এর ৮ এস হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নন্দীকুঠি নামক স্থানে অবস্থান গ্রহণ করে।

পরে ১ জন লোক মাথায় বস্তা নিয়ে ঐ স্থানে আসার পর টহল দলকে দেখা মাত্রই মাথার বস্তা মাটিতে ফেলে দ্রুত পালিয়ে যায়। সেখান থেকে বিজিবি টহল দল ২৬ বোতল ফেন্সিডিল জব্দ করে। জব্দকৃত ফেন্সিডিলের মূল্য ১০,৪৫০/- টাকা। জব্দকৃত মদ এবং ফেন্সিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।



মন্তব্য চালু নেই