কুড়িগ্রামে গণমাধ্যম কর্মীদের নিয়ে সাংবাদিক সম্মেলন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি : শিশু পাচার ও শিশু সুরক্ষায় গণমাধ্যম কর্মীদের দায়বদ্ধতা শীর্ষক সাংবাদিক সম্মেলন ও বাংলাদেশে বিদ্যমান শিশু আইনে পাচার বিষয়ক প্রশিক্ষণ মঙ্গলবার কুড়িগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ এতে অংশগ্রহন করেন। ঢাকা ভিত্তিক বেসরকারি সংগঠন স্যোসাল এন্ড ইকোনমিক এনহেন্সমেন্ট প্রোগ্রাম (সিপ) অনুষ্ঠানের আয়োজন করে। টেরেডেস হোমস নেদারল্যান্ডের অর্থায়নে ‘প্রিভেনশন অফ চাইল্ড ট্রাফিকিং থ্রু স্ট্রেন্দেনিং কমিউনিটি নেটওয়ার্ক প্রকল্পের’ মাধ্যমে শিশু পাচার ও শিশু সুরক্ষায় কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় কার্যক্রম বাস্তবায়ন করবে। সাংবাদিক সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন সিপ’র পরীবিক্ষণ ও মূল্যায়ন পরিচালক জাহিদ হোসেন ও স্থানীয় এনজিও সলিডারিটি’র প্রোগ্রাম অফিসার সিসিলিয়া ঢাকি। অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, সাংবাদিক আহসান হাবীব নীলু, ইউনুছ আলী, আব্দুল ওয়াহেদ, মিজানুর রহমান মিন্টুসহ ৩৭জন সাংবাদিক উপস্থিত ছিলেন। পরে গণমাধ্যম কর্মীদের নিয়ে বাংলাদেশের আইনে শিশু পাচার বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।



মন্তব্য চালু নেই