কুড়িগ্রামে এলজিএসপি-২ প্রকল্পের আওতায় দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত

কে,এম, গোলাম রব্বানী, কুড়িগ্রাম থেকে: কুড়িগ্রামে এলজিএসপি-২ প্রকল্পের তথ্য, শিক্ষা ও যোগাযোগ ক্যাম্পেইনের আওতায় জেলা পর্যায়ে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে রোববার সকালে কুড়িগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন।

কুড়িগ্রাম স্থানীয় সরকারের উপ পরিচালক (উপ সচিব) এসএম আবু হোরায়রার সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আকতার হোসেন আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রফিকুল ইসলাম সেলিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল লতিফ খান, সদর ইউএনও আমিনুল ইসলাম, পায়াক্ট বাংলাদেশের ওয়ার্কশপ কো-অর্ডিনেটর জাহাঙ্গীর আলম প্রমূখ।

স্থানীয় সরকার বিভাগ গ্রামিণ জনপদের উন্নয়নে দ্বিতীয় লোকাল গভর্ন্যান্স প্রজেক্ট (এলজিএসপি-২) এর আওতায় কার্যক্রম বাস্তবায়ন করছে। এই প্রকল্পের মাধ্যমে ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করার পাশাপাশি স্বাধীনভাবে কাজ করার সুযোগ প্রদান এবং স্থানীয়ভাবে সমস্যা অগ্রাধিকারকরণের মাধ্যমে জরুরী ভিত্তিতে সমাধানের ব্যবস্থা হিসেবে সরাসরি জনগণের দোরগোড়ায় সেবা পৌছে দেয়া হচ্ছে।

পায়াক্ট বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের অর্ধশতাধিকের অধিক নেতৃবৃন্দ অংশ নেয়।



মন্তব্য চালু নেই