কুড়িগ্রামে উন্নতজাতের হাইব্রিড ধান ব্র্যাক-৪৪৪ এর ক্রপ কাটিং অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে উন্নতজাত হাইব্রিড ধান ব্র্যাক-৪৪৪ এর ক্রপ কাটিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলার উলিপুর উপজেলার চন্ডিজানে কৃষক সিদ্দিকুল ইসলামের জমিতে ফসল কর্তনে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মকবুল হোসেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজের সিনিয়র ম্যানেজার কৃষিবিদ গোলাম মোস্তফা, উপ-সহকারি কৃষি কর্মকর্তা আব্দুল আজিজ ও আক্তারুজ্জামান, ব্র্যাক রংপুরের যোনাল ম্যানেজার ইকবাল হোসেন, মনিটরিং অফিসার সুমন কুমার সাহা, মার্কেটিং অফিসার কৃষিবিদ মুর্শিদুল আরেফিন, কৃষক আব্দুল আউয়াল, মহুবর হোসেন প্রমূখ। ব্র্যাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজ অনুষ্ঠানের আয়োজন করে।

আয়োজকরা জানান, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চন্ডিজান এলাকার খামার ঢেকিয়ারাম গ্রামে ২৬ জন কৃষক ২০ একর জমিতে এবছর সরকার কর্তক ছাড়কৃত উন্নতজাতের হাইব্রিড ধান ব্র্যাক-৪৪৪ চাষ করেন।

বুধবার দুপুরে ফসল কর্তনে দেখা যায় ভেজা জমিতে একরে উৎপাদন হয়েছে ১১৬ মন। হেক্টরে উৎপাদন ৯ দশমিক ২৪৮ মেট্রিক টন। যা অন্যান্য হাইব্রিড ফসলের তুলনায় উচ্চ ফলনশীল।



মন্তব্য চালু নেই