কুড়িগ্রামের ২ উপজেলাকে জামালপুরের সাথে সংযুক্তির প্রতিবাদে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার রৌমারী ও রাজিবপুর উপজেলা দুটিকে জামালপুর জেলার সাথে সংযুক্তির সরকারী সিদ্ধান্তের প্রতিবাদে মানব বন্ধন করেছে এলাকাবাসী।

রোববার দুপুরে রৌমারী উপজেলা পরিষদের সামনে দুই ঘন্টাব্যাপী মানব বন্ধনের আয়োজন করে জেলা বাস্তবায়ন ও আন্দোলন কমিটি। মানব বন্ধনে বক্তারা বলেন, দির্ঘদিনের নারীর বন্ধন ছিন্ন করে অন্য জেলার সাথে সংযুক্ত হতে চাইনা। আমাদের বাপদাদাদের আমল থেকে আমরা রংপুর বিভাগের আওতায় কুড়িগ্রাম জেলার সাথে আছি এবং আমৃত্যু থাকবো আমাদেরকে কোন শক্তিই আলাদা করতে পারবেনা।

এরপরও যদি সরকার এই সিদ্ধান্ত থেকে সরে না আসে তাহলে কঠোর আন্দোলন কর্মসুচি ঘোষনা করা হবে বলে হুসিয়ারী করে দেন বক্তারা। আমরা রৌমারী ও রাজিবপুর বাসী এই দুই উপজেলাকে জামালপুরের সাথে সংযুক্ত নয় জেলা হিসেবে ঘোষনা দেয়া হোক সে অনুরোধ জানাচিছ।

পরে দাবী আদায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।



মন্তব্য চালু নেই