কুড়িগ্রামের শিংঝাড় সীমান্তে ফেন্সিডিল ও মোটরসাইকেলসহ ০১ আটক

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার শিংঝাড় সীমান্তের বিজিবি সদস্যরা ফেন্সিডিল ও মোটরসাইকেলসহ ০১জনকে আটক করেছে। ৪৫ বর্ডারগার্ড ব্যাটালিয়ন কুড়িগ্রামের শিংঝাড় বিওপির হাবিলদার শ্রী কমলকৃষ্ণ সরকার এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে। টহল দলটি গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান পাচার প্রতিরোধ অভিযানের উদ্দেশ্যে দুপুর ১টায় মেইন পিলার ৯৫২এর ৮এস হতে আনুমানিক১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ শিংঝাড় নামক স্থানেঅবস্থান গ্রহণ করে।

পরে ০১জন লোক মোটর সাইকেল চালিয়ে ঐ স্থানে আসার পর টহল দলকে দেখা মাত্রই মোটর সাইকেল থামিয়ে পালানোর চেষ্টা করিলে বিজিবির টহল দল ২ বোতল ফেন্সিডিল ও ০১টি ভারতীয় বাজাজ প্লাটিনা মোটর সাইকেলসহ আটক করে।আটককৃত ব্যক্তির নাম মোঃ রনী সরকার(৩৩) পিতাঃ মোঃ আব্দুর রশীদ গ্রামঃ দক্ষিণ ভরতের ছড়া পোঃ বাংলাসোনাহাট থানাঃ ভুরুংগামারী জেলাঃ কুড়িগ্রাম।আটককৃত মালামালের মোটমূল্য ১,১১,৮০০/-। আটককৃত ব্যক্তিকে নাগেশ্বরী থানায় সোপর্দ করা হয়েছে।



মন্তব্য চালু নেই