কুড়িগ্রামের নাগেশ্বরীতে ২টিতে আ’লীগ ৩টি জাপা বিজয়ী

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ১৪টি ইউনিয়নে শনিবার তৃতীয় ধাপে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫টি ইউনিয়নের ফলাফল পাওয়া গেছে। এরমধ্যে ২টিতে আওয়ামীলীগ ও ৩টিতে জাতীয় পার্টির মনোনিত প্রার্থী চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়। এরমধ্যে রায়গঞ্জ ইউনিয়নে বিজয়ী হয়েছে আওয়ামীলীগের আব্দুল্লাহ আল ওয়ালিদ মাসুদ, সন্তোষপুর ইউনিয়নে আওয়ামীলীগের লিয়াকত আলী লাকু।

অপরদিকে বামনডাঙ্গা ইউনিয়নে জাতীয় পার্টির আমজাদ হোসেন, ভিতরবন্দ ইউনিয়নে জাতীয় পার্টির আমিনুল হক খন্দকার বাচ্চু ও নেওয়াশি ইউনিয়নে জাতীয় পার্টি থেকে আমজাদ হোসেন চেয়ারম্যান পদে নির্বাচিত হন।

এই উপজেলায় মোট ১৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন ৮৩ প্রার্থী। এরমধ্যে আওয়ামীলীগ ও জাতীয় পার্টি থেকে ১৪ জন করে, বিএনপি থেকে ১৩ জন, ইসলামী আন্দোলনের ১০ এবং স্বতন্ত্র প্রার্থী ৩২ জন। স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ২২ জনই দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থীর তকমা নিয়ে নির্বাচনী প্রতিযোগিতায় লড়াই করছেন। ফলে প্রধান তিনটি বড় দলের প্রার্থীরা পড়েছে চরম বেকায়দায়। তারা উপজেলা ও জেলা নেতৃবৃন্দের গ্রুপিং এর শিকারে পরিণত হয়েছেন। ফলে সবার চোখ শেষ পর্যন্ত ঘটনা কোনদিকে গড়ায়। এবারের নির্বাচনে আওয়ামীলীগ থেকে ৪ জন, বিএনপি থেকে ৮ জন এবং জাতীয় পার্টি থেকে ১০ জন বিদ্রোহী প্রার্থী হিসেবে ভোটারদের আনুকূল্য পাবার চেষ্টা করবে।

এছাড়াও সাধারণ সদস্য পদে ৫০৩ জন এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য পদে ১৮৮প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩৪ হাজার ১৬৫ জন। ভোট কেন্দ্র ১৩৬টি। বুথ সংখ্যা ৮৬২টি।



মন্তব্য চালু নেই