কুড়িগ্রামের গংগারহাট সীমান্তে বিজিবি কর্তৃক ভারতীয় গবাদি পশু আটক

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার গংগারহাট সীমান্ত এলাকায় বিজিবি কর্তৃক অভিযান চালিয়ে ভারতীয় ৯টি ষাড় গরু (মাঝারী) জব্দ করেছে। গংগারহাট বিওপির হাবিলদার মোঃ হারুণ অর রশিদ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে এসব গরু আটক করা হয়েছে।

বিজিবি জানায়, টহল দলটি গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধ অভিযানের উদ্দেশ্যে সোমবার ভোর রাতে গংগারহাট সীমান্তের আর্ন্তজাতিক পিলার নং ৯৩৭ এর সাব পিলার ৮ এস হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কদমতলী নামক স্থানে অবস্থান গ্রহণ করে। এসময় ৯টি ভারতীয় ষাঁড় গরু (মাঝারী) অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করায় মালিকবিহীন অবস্থায় আটক করে। জব্দকৃত ৯টি ষাঁড় গরুর সিজার মূল্য ৩লাখ ৬০হাজার বলে জানায় বিজিবি।

এব্যাপারে ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জাকির হোসেন বলেন, জব্দকৃত গরু শুল্ক অফিসের প্রতিনিধি কর্তৃক নিলামের কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।



মন্তব্য চালু নেই