কুষ্টিয়ায় হত্যামামলায় ৪ জনের যাবজ্জীবন

জেলার মিরপুর উপজেলার আবুল কালাম ওরফে কলম মণ্ডল হত্যা মামলায় চার যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক রেজা মো. আলমগীর হোসেন আসামিদের উপস্থিতিতে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় এ রায় প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হলেন- মিরপুরের একাতারপুরের মৃত তুলসী সর্দারের ছেলে আব্দুল হান্নান (২৫), স্থানীয় তাতীবন্ধ গ্রামের মান্নান ফকিরের ছেলে লিটন ফকির (২৬), মোশাররফ হোসেনের ছেলে সুজাদ আলী (২৩) ও মৃত সোহরাব মণ্ডলের ছেলে রায়দুল ইসলাম (৩২)।

মামলার বিবরণের বরাত দিয়ে কুষ্টিয়া আদালতের পিপি অফিসের কনস্টেবল শামীম জানান, ২০১১ সালের ২৯ ডিসেম্বর রাত ১০টায় মিরপুরের তাতীবন্ধের মৃত মনছের মণ্ডলের ছেলে আবুল কালাম অরফে কলম মণ্ডলকে দুর্বৃত্তরা শ্বাসরোধে ও কুপিয়ে হত্যা করে। এ ঘটনার পরে নিহতের স্ত্রী সেফালী খাতুন মিরপুর থানায় সাজাপ্রাপ্তদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানির পর এই মামলায় সাক্ষী-প্রমাণের ভিত্তিতে আদালতের বিজ্ঞ বিচারক এ রায় প্রদান করেন। এ মামলায় রাষ্ট্রপক্ষের পিপি ছিলেন এ্যাডভোকেট অনুপ কুমার নন্দী।



মন্তব্য চালু নেই