সম্পত্তি নিয়ে বিরোধের জের

কুমিল্লায় বোনকে হত্যার অভিযোগ

জেলার মনোহরগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধের কারণে জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি তার বোনকে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুরে উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের কান্দি গ্রাম থেকে পেয়ারা বেগম (৫০) নামে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার পোরকরা গ্রামের আলী মিয়ার স্ত্রী পেয়ারা বেগম তার বাবার বাড়ি মনোহরগঞ্জের কান্দি গ্রামে সাত বছর আগে ২০ শতক সম্পত্তি কিনে। সম্প্রতি পেয়ারা বেগম তার সম্পত্তি বিক্রির উদ্যোগ নিলে ছোট ভাই জাহাঙ্গীর আলমের সঙ্গে বিরোধ বাধে। এ ঘটনায় গত সোমবার জাহাঙ্গীর তার বোনকে পিটিয়ে গুরুতর আহত করে। ওইদিনই স্থানীয় মাতব্বররা বিষয়টি সমাধানের জন্য শুক্রবার সকাল ৯টায় বৈঠকের দিন নির্ধারণ করেন। বৈঠকে উপস্থিত হওয়ার জন্য পেয়ারা বেগম বৃহস্পতিবার বিকালে বাবার বাড়িতে আসেন। ওইদিন রাতে জাহাঙ্গীর আলম তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে। এরপর লাশ আমগাছে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার চালায়। মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ চৌধুরী জানান, প্রাথমিক তদন্তে লাশের শরীরে ও গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর হত্যার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। নিহতের ছেলে বাবুল মিয়া বাদী হয়ে মামা জাহাঙ্গীরসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



মন্তব্য করুন