কুমিরের সঙ্গে ৩ ঘণ্টা যুদ্ধ করলেন ৭২ বছর বয়সী বৃদ্ধা, কি ঘটল তারপর?

কাঁকড়া শিকার করতে গিয়ে কুমিরের হামলার শিকার হন দুই ব্যক্তি। এর মধ্যে একজন নিহত হলেও বেঁচে যান আরেকজন। সবচেয়ে মজার ব্যাপার হলো- বেঁচে ফিরতে ৩ ঘণ্টা যুদ্ধ করতে হয়েছে ৭২ বছর বয়সী ওই ব্যক্তিকে। তবে ওই ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়নি।

স্থানীয় সময় মঙ্গলবার অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চল ডারউইনে এ ঘটনা ঘটে।

বেঁচে ফেরা ব্যক্তি উদ্ধারকর্মীদের জানান, তাদের নৌকাটি উল্টে গেলে তার বন্ধু নিচে আটকা পড়েন। নৌকাটি খুবই ছোট ছিল। নৌকা ডুবে গেলে বন্ধুকে বাঁচাতে তিনিও ঝাঁপ দেন পানিতে।

আর সেখানেই ঘটে বিপত্তি। কুমির এসে আক্রমণ করে। হাতে থাকা রেঞ্জ দিয়ে কুমিরের মাথায় আঘাত করতে থাকেন তিনি। এভাবেই ভয়ঙ্কর কুমিরের সঙ্গে প্রায় তিন ঘণ্টা যুদ্ধ করেন তিনি।

এয়ার অ্যাম্বুলেন্স কেয়ারফ্লাইটের একজন মুখপাত্র ব্যাডহাম বিবিসিকে জানান, কুমিরগুলো বারবারই তার কাছে ফিরে আসছিল। এটা খুবই ভয়ঙ্কর ছিল। সাহায্যের জন্য চিৎকার করতে থাকলে লোকজন এসে তাকে উদ্ধার করে।

এর আগে ২০১৫ সালে অস্ট্রেলিয়াতে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে একজন নিহত হন।



মন্তব্য চালু নেই