কুমিরের পেট কেটে স্ত্রীর দেহ উদ্ধারের চেষ্টা

উগান্ডার জেলে মুবালাক বাটামবুজ। তার বিশ্বাস, কুমিরে খেয়ে ফেলেছে তার প্রিয়তমা স্ত্রীকে। কারণ, মুবালাক যেখানে বাস করেন সেই পূর্ব উগান্ডার কায়োগা লেকের কাছে পড়ে ছিল জুতা, মোবাইল সেট ও মানবদেহের অংশবিশেষ। মুবালাকের বিশ্বাস, কুমিরেই খেয়েছে তার ৮ মাসের সন্তানসম্ভবা স্ত্রীকে।

মুবালাক কয়েক দিন ধরেই লেকের আশপাশে নজর রাখেন এবং চেষ্টা করেন কোন কুমির তার স্ত্রীকে খেয়েছে, তা অনুধাবনের। এর আগেও এখানে আরো ছয়জনকে সাবাড় করেছে কুমির, আহতও হয়েছেন বেশ কয়েকজন। ফলে কুমিরের অত্যাচারে স্থানীয় বাসিন্দারাও ভীতসন্ত্রস্ত। কিন্তু হাল ছাড়েননি মুবালাক, খুঁজে বের করার চেষ্টা করেছেন সেই কুমিরকে। বর্শা দিয়ে সাড়ে সাত মিটার লম্বা কুমিরকে মেরে রীতিমতো গ্রামের হিরো বনে যান মুবালাক।

উগান্ডা বন দফতর উদ্ধার করে প্রায় হাজার কেজি ওজনের সেই কুমিরটিকে। বন দফতরের একজন দায়িত্বশীল কর্মী জানিয়েছেন, কুমিরের পেটে পাওয়া গেছে কাপড়ের টুকরো ও মানুষের হাড়। তা পরীক্ষা করে দেখা হবে এই কুমিরই মুবালাকের স্ত্রীকে মেরেছে কি না।

তথ্যসূত্র : জিনিউজ



মন্তব্য চালু নেই