কীভাবে এমপি হলাম জানি না : এরশাদ

দশম জাতীয় সংসদ নির্বাচনের কোনো মূল্য নেই বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
সাবেক রাষ্ট্রপতি এরশাদ এ প্রসঙ্গে বলেছেন, ‘আমি নির্বাচন করি নাই, আমার দল আমার নির্দেশ অমান্য করে নির্বাচন করেছে। এ নির্বাচনের কোনো মূল্য নেই।
বুধবার বিকালে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চাপারহাট উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জাতীয় পার্টি আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এসব কথা বলেন।
এসময় জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়া নিয়ে স্ববিরোধী মন্তব্য করে এরশাদ বলেন, ‘আমি কীভাবে এমপি হলাম তা নিজেই জানি না। আমি ভোট করি নাই, অথচ লালমনিরহাট-১ আসনে আমাকে প্রার্থী বানিয়ে ৫ হাজার ভোট দিয়ে অপমানিত করেছে। সময় এলে সবকিছুরই উত্তর বের হয়ে আসবে।’
নির্বাচনের আগে সরকারের ভূমিকা তুলে ধরে এরশাদ বলেন, ‘আমি অসুস্থ ছিলাম না, অথচ ভোটের সময় আমাকে অসুস্থ বানিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমার সঙ্গে কাউকে দেখা করতে দেয়া হয় নি। এমন কি ফোন পর্যন্ত ব্যবহার করতে দেয়া হয় নি। এসব আর বলতে চাই না। আপনারা সবই জানেন।’
সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, ‘সঙ্কটময় মুহূর্তে আমার ভাইসহ যারা নির্দেশ মেনেছেন, তাদের আমি ঠিক সময়ে মূল্যায়ন করব।’
জাপার লালমনিরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য মজিবর রহমানের অসুস্থতার কথা উল্লেখ করে এরশাদ বলেন, মজিবর আমার বন্ধু, তিনি বর্তমানে অসুস্থ রয়েছেন। আপনারা তার জন্য দোয়া করবেন।’
এসময় এরশাদ জাপায় সদ্য যোগদানকারী রোকন উদ্দিন বাবুলকে আগামী নির্বাচনে লালমনিরহাট-২ আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
জাপা চেয়ারম্যান দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন, ‘দেশের মানুষ শান্তিতে নেই, ঘরে থাকলে খুন, বাইরে গেলে গুম। প্রতিদিন ব্যাংক ডাকাতি হচ্ছে। প্রতিদিন কত মানুষ খুন হচ্ছে তার কোনো হিসাব নেই। এদেশের মানুষ এ সরকারকে আর চায় না। তাই এ মুহূর্তে জাপার সরকার দরকার।’
লালমনিরহাট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও প্রেসিডিয়াম সদস্য গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে জনসভায় জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রোকন উদ্দিন বাবুলের নেতৃত্বে শত শত বিএনপির নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগ দান করেন।
জনসভায় জাপার প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের বলেন, ‘সরকারের কিছু দালাল ৫ জানুয়ারির নির্বাচনে জাপা থেকে নির্বাচিত হয়েছেন। সময় এলে এসব বেঈমানদের প্রতিরোধ করা হবে।’
জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক এসকে খাজা মঈন উদ্দিন, সদস্য সচিব অধ্যক্ষ একেএম মাহবুবুল আলম মিঠু, যুগ্ম সম্পাদক এমজি মোস্তফা প্রমুখ।



মন্তব্য চালু নেই