কিশোরগঞ্জ উপজেলা শিশু ফোরামের উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময়

শিশুর অধিকার ও শিশু সুরক্ষা বিষয়ক কিশোরগঞ্জ উপজেলা শিশু ফোরাম সংগঠনের উদ্যোগে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নতুন জীবনের আশা প্রকল্পের সহযোগীতায় উপজেলা পরিষদ হলরুমে সকালে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক গোলটেবিল বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান,বাহাগিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান দুলু,পুটিমারী ইউপি চেয়ারম্যান আবু সায়েম লিটন,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ এডিপির ব্যবস্থাপক নিকোলাস মূর্মু,নতুন জীবনের আশা প্রকল্পের কর্মকর্তা মিন্টু বিশ্বাস,স্পন্সরশীপ প্রকল্পের কর্মকর্তা রায়মন্ড হাসদা,নবকলি প্রকল্পের কর্মকর্তা বাদল এক্কা,শিক্ষা প্রকল্পের কর্মকর্তা উত্তম দাস প্রমূখ।

Photo (1)

বক্তারা বলেন,শিশুদের অধিকার ও শিশু সুরক্ষায় সাংবাদিকসহ সচেতন জনগণকে এগিয়ে এসে শিশুদের পাশে থেকে তাদের নিরাপদ নিশ্চিত করা,বাল্য বিবাহ রোধ করে শিশুদেরকে মৃত্যুর হাত থেকে রক্ষা করাসহ তাদের অধিকার নিশ্চিত করতে সচেতন নাগরিকদের পাশাপাশি সাংবাদিকদের এগিয়ে আসার আহবান জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, কেশবা আলোর দিশারী শিশু ফোরামের সভাপতি জেরিন সুলতানা মৌ,পুটিমারী নতুন কুড়ি শিশু ফোরামের সভাপতি শিখা চক্রবর্তী,চাঁদখানা আশার আলো শিশু ফোরামের সভাপতি শাহজালাল সুরুজ,লেলিন,তৌহিদ,সুমন,মমিুনুর রহমান,রোকেয়া আক্তার,শিক্ষা সহায়ক মোতাছিম বিল্লাহ সুমন,নতুন জীবনের আশা প্রকল্পের সহায়ক আবু আলম,দৈনিক বায়ান্নর আলো,দাগ ও সোনার বাংলা পত্রিকার কিশোরগঞ্জ প্রতিনিধি খাদেমুল মোরসালিন শাকীর,দৈনিক দাবানল প্রতিনিধি কাওছার হামিদ,দৈনিক মানববার্তা ও রূপবানীর প্রতিনিধি মিজানুর রহমান,দৈনিক সংবাদের সি এস এম তপন,মায়াবাজার পত্রিকার কিশোরগঞ্জ প্রতিনিধি শাহরিয়ার কবির সাগর প্রমূখ।



মন্তব্য চালু নেই