কিশোরগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: ৮ই সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস ২০১৬ সাক্ষরতা সূবর্ণ জয়ন্তী (৫০ বছর) উদযাপন লক্ষ্যে প্রতি বছরের ন্যয় কিশোরগঞ্জ উপজেলায় আজ ৮ই সেপ্টেম্বর ২০১৬ বিশ্ব সাক্ষরতা দিবস উদযাপিত হল। কিশোরগঞ্জ উপজেলা প্রশাসনের তত্বাবোধানে উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ,অঙ্গসংগঠন ও সংস্থা অংশ গ্রহন করে। উক্ত দিবসটি বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মাধ্যমে পালিত হয়।

উক্ত র‌্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জনাব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তারিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান, আ ন ম রুহুল আমিন , উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. মো: আব্দুর রাজ্জাক, উপজেলা ভূমি অফিসার উত্তম কুমার রায়।

এছারা আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পক্ষে উত্তম দাস শিক্ষা প্রকল্প অফিসার , বিভিন্ন সরকারি বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ,ছাত্র/ছাত্রী গণ। র‌্যালীটি উপজেলা চত্বর হতে কিশোরগঞ্জ বাজার পর্যন্ত হয়ে উপজেলা ডায়াবেটিক সমিতি মিলনায়তনে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন মো: মাসুদুল হাসান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তিনি দিবসটির গুরুত্ব নিয়ে আলোচনা করেন ।

তারিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বক্তব্যে দিবসটির মূলপ্রতিপাদ্য বিষয় ”অতীতকে জানবো, আগামীকে গড়বো” বিষয়ে কথা বলেন। উত্তম কুমার রায়, উপজেলা ভূমি অফিসার কিশোরগঞ্জ, নীলফামারী তার বক্তব্যে বলেন স্বাক্ষরতার অর্থ কী, তিনি কিছু ছাত্র/ছাত্রী কে বিভিন্ন ছোট ছোট প্রশ্নের মাধম্যে দিনটির পালনের প্রকৃত যর্থাততা তুলে ধরেন।



মন্তব্য চালু নেই