কিশোরগঞ্জে স্যোসাল অডিটের মাধ্যমে বাস্তবায়িত প্রকল্প পর্যালোচনা অনুষ্ঠিত

খাদেমুল মোরসালিন শাকীর, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি॥ কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ও কেয়ার বাংলাদেশ (যাত্রা) প্রকল্পের সহযোগীতায় এলজিএসপি-২ কাজের সামাজিক পর্যবেক্ষন অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হোসেন সিহাব’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন,ওয়ার্ড সদস্য রশিদুল ইসলাম, সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য (১,২,৩) বিলকিছ আরা,কেয়ার বাংলাদেশ (যাত্রা) প্রকল্পের ফ্যাসিলেটেটর রিপন মন্ডল,আয়শা আক্তার,সাবেক প্যানেল চেয়ারম্যান ইব্রাহিম খলিল প্রমূখ। এলজিএসপি ২য় পর্যায়ের বিভিন্ন কাজের উপর ইউনিয়নের সর্বস্তরের সচেতন ও সাধারণ মানুষকে নিয়ে ইউনিয়ন পরিষদের কাজের স্ব-মূল্যায়ন,কাজের মান সঠিক হয়েছে কিনা সে বিষয়ে মতামত, আগামীতে কিভাবে কাজের মান আরও ভাল করা যায় সে বিষয়ে পরামর্শ ও মতবিনিময় করা হয়। কেয়ার বাংলাদেশ (যাত্রা) প্রকল্প উপজেলার বাহাগিলী,নিতাই,মাগুড়া ও গাড়াগ্রাম ইউনিয়নে প্রতিবছর ইউনিয়নের সাধারণ জনগণকে জনপ্রতিনিধিদের মুখোমুখি করে ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট,ইউনিয়ন পরিষদের পঞ্চ বার্ষিকী পরিকল্পনা,কমিউনিটি স্কোর কার্ড তৈরী,ইউনিয়ন পরিষদ ডিজিটাল কেন্দ্রসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ ইউনিয়ন পরিষদের সাথে সমন্বয় করে তার বাস্তবায়ন করে আসছে। লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রোগ্রাম (এলজিএসপি-২) প্রকল্পের মাধ্যমে সমস্যজনিত এলাকায় পানি নিস্কাসন’র লক্ষ্যে ৭৫ হাজার টাকায় নির্মান করা হয় একটি পানি নিস্কাসনের ড্রেন। সেই ড্রেন কাজের বাস্তবায়ন সঠিক ভাবে হয়েছে কিনা তা নিয়ে এলাকার সর্বস্তরের মানুষকে নিয়ে এক পর্যালোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে এলাকার শত শত মহিলা ও পুরুষ পর্যালোচনা অনুষ্ঠানে অংশ নেয়।



মন্তব্য চালু নেই