কিশোরগঞ্জে ধানের শীষ প্রতীকের প্রার্থী হলেন যারা

খাদেমুল মোরসালিন শাকীর, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি॥ কিশোরগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একক প্রার্থী মনোনয়ন দিয়েছে দলের কেন্দ্রীয় নির্বাচনী বোর্ড। সোমবার বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর’র স্বাক্ষরিত উপজেলার ৭টি ইউনিয়নের প্রার্থী তালিকা চুড়ান্ত করে উপজেলা সভাপতি অধ্যাপক রাজ্জাকুল ইসলাম রাজার নিকট প্রেরণ করেন। পরে উপজেলা সভাপতি প্রত্যেক প্রার্থীকে দলীয় কার্যালয়ে ডেকে নিয়ে দলীয় মনোনয়ন হস্তান্তর করেন। বিএনপির ধানের শীষের প্রার্থীরা হলেন, বড়ভিটা ইউনিয়নে ছাইফুল ইসলাম,নিতাই ইউনিয়নে আনোয়ারুল আরেফিন চৌধুরী,বাহাগিলী ইউনিয়নে মোকাদ্দেম হোসেন,চাঁদখানা ইউনিয়নে সাইফুজ্জামান লিয়ন,কিশোরগঞ্জ সদর ইউনিয়নে হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু,মাগুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা সদ্য প্রয়াত মরহুম সোহরাব আলীর ছেলে মনিরুজ্জামান ও গাড়াগ্রাম ইউনিয়নে জিকরুল হক। দলীয় মনোনয়ন পেয়ে প্রার্থীরা নিজের বিজয়কে ছিনিয়ে আনতে মাঠ চষে বেড়াচ্ছেন সকল প্রার্থীরা। চাঁদখানা ইউনিয়ন বিএনপির মনোনীত প্রার্থী সাইফুজ্জামান লিয়ন বলেন,দলের ক্রান্তিলগ্নে দল যাদেরকে মনোনয়ন দিয়েছেন তারা অবশ্যই ধানের শীষকে বিজয়ী করে দলের প্রধান বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করবে। দলীয় মনোনয়ন হস্তান্তর শেষে অধ্যাপক রাজ্জাকুল ইসলাম রাজা বলেন যারা দলের উন্নয়নে কাজ করছে এবং তৃণমূল থেকে যাদেরকে মনোনয়নের জন্য ইউনিয়নের নেতারা নির্বাচনে অংশ গ্রহন করার জন্য সুপারিশ করেছেন দল তাদেরকে মনোনয়ন দিয়েছে। তবে তিনি বলেন দলের যোগ্য প্রার্থী না পাওয়ায় পুটিমারী ও রণচন্ডি ইউনিয়নে প্রার্থী দেয়া সম্ভব হয়নি।



মন্তব্য চালু নেই