কিশোরগঞ্জে জামায়াত নেতা গ্রেফতার

মঙ্গলবার সন্ধ্যায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা শিবিরের সাবেক সভাপতি ও কিশোরগঞ্জ সদর জামায়াতের সেক্রেটারী মোঃ ফেরদৌস আলম(৩০)কে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, মঙ্গলবার বিকালে তার স্কুলে ক্লাশ শেষে বাজারে চায়ের দোকান থেকে বের হলে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। সে কিশোরগঞ্জ সোনামণি কেজি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তার গ্রেফতারের খবর এলাকাসহ সাধারণ মানুষ জানতে পেয়ে তাকে এক নজর থানায় দেখতে গেলে তাকে অনেকেই দেখতে না পেয়ে হতাশ হয়ে ফিরে আসে।

বুধবার সোনামণি কেজি স্কুলের শিক্ষার্থীরা তাকে দেখার জন্য আসলে কিশোরগঞ্জ থানা পুলিশ থানার মূল ফটকের সামনের গেট বন্ধ করে দেয়। থানায় তাকে দেখতে না পেয়ে অনেক শিক্ষার্থী হাউমাউ করে কেঁদে উঠে। অনেকেই আবার তাঁকে দেখার জন্য থানার সামনে দীর্ঘক্ষন দাড়িয়ে থাকে।

এ ব্যাপারে কিশোরগঞ্জ সোনামণি কেজি স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক জানান,আমার স্কুলের প্রধান শিক্ষকের কি অপরাধ আমি তা জানিনা। তবে তাঁকে রাজনৈতিক কারণে গ্রেফতার করা হয়েছে বলে তিনি ধারণা করছেন। এ ব্যাপারে কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।



মন্তব্য চালু নেই