ধর্মের নামে মানুষ হত্যা বন্ধ করুন

কিশোরগঞ্জে এমপি’র জঙ্গি বিরোধী সমাবেশ ও মানববন্ধন

খাদেমুল মোরসালিন শাকীর, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি॥ কিশোরগঞ্জে গত রবিবার দুপুরে জঙ্গিবাদ সন্ত্রাস, নাশকতা বিরোধী সমাবেশ ও মানববন্ধন করেছে স্থানীয় এমপি অধ্যাপক গোলাম মোস্তফা। উপজেলার রনচন্ডী ইউনিয়নের রনচন্ডী স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত সমাবেশে সর্বস্তরের পেশাজীবি, অভিভাবক, ইমাম,পুরোহিতসহ ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫ সহস্রাধিক শিক্ষার্থী সমাবেত হয়। এতে প্রধান অতিথি হিসাবে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোন্তফা উপস্থিত ছিলেন। জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন-অগ্রগতি নিয়ে যখন নিরলস কাজ করে যাচ্ছে ঠিক সেই সময় তার কাজ ব্যহতসহ দেশকে অস্থিতিশীল ও অকার্যকর রাষ্ট্রে পরিনত করার পায়তারা করছে একটি কুচক্রি মহল। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, জঙ্গী হলে বেহেস্তে যাওয়া যায়না, এটা জাহান্নামের পথ। তাই দেশের ভাবমুর্তী রক্ষা করতে জঙ্গীবাদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে তিনি ধর্মের লেবাজ পরে বোমা মেরে মানুষ হত্যা বন্ধ করুন ইসলাম শান্তির ধর্ম কোন অশান্তি কারো জন্য কাম্য নয়। শিক্ষিত যুবকদের মগজ ধোলাই দিয়ে নিয়ে যাচ্ছে তারা এবং দেশের উন্নয়ন কর্মকান্ডে বাধাগ্রস্থ করছে জঙ্গিরা। রনচন্ডী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুকুল হোসেনর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন রনচন্ডী ইউপি চেয়ারম্যান মোকলেছুর রহমান বিমান,সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান,বড়ভিটা ইউনিয়নের আওমীলীগের সাধারণ সম্পাদক ইউনুছ আলী,জলঢাকা সেচ্ছাসেবক লীগের সভাপতি সালাউদ্দিন কাদের, রনচন্ডী স্কুল এন্ড কলেজের সদস্য আফছার আলী বাদাউ,কিশোরগঞ্জ ছাত্রলীগের সভাপতি আব্দুল হালিম,সাধারণ সম্পাদক হিজবুল্লাহ রহমান ডালিম,সহকারী শিক্ষক ইব্রাহীম খলিল,সহকারী শিক্ষক দুলাল চন্দ্র রায় ও অভিভাবক গোলাম আজমসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। সমাবেশ সঞ্চালনা করেন রনচন্ডী স্কুল কলেজের সহকারী প্রধান শিক্ষক মনোদাস রায়।



মন্তব্য চালু নেই