কিশোরগঞ্জে আদর্শ বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে ব্যতিক্রমধর্মী পাঠদান ও পিকনিক অনুষ্ঠিত

খাদেমুল মোরসালিন শাকীর, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি॥ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের আদর্শ বুদ্ধি প্রতিবন্ধি স্কুলের শিক্ষার্থীদেরকে স্কুলমূখী করতে আকর্ষনীয় পাঠদানের ব্যবস্থা গ্রহন করা হয়। শনিবার দুপুরে নেয়া হয় এলাকার সাধারণ মানুষ ও প্রতিবন্ধীদের নিয়ে বাহাগিলী আদর্শ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে বাহাগিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্কুলের সভাপতি আতাউর রহমান শাহ দুলু এক পিকনিকের আয়োজন করে। সরকারের ঘোষনা অনুযায়ী প্রতিটি ইউনিয়নে একটি করে প্রতিবন্ধি স্কুল করার সিদ্ধান্ত নিলেও কিছু কিছু লোক নাম মাত্র স্কুল খুলে সরকারী সুযোগ গ্রহনে ব্যস্ত। কিন্তু বাহাগিলী আদর্শ বুদ্ধি প্রতিবন্ধি স্কুলটি উপজেলার মধ্যে আলাদা ভাবে এবং কৌশল খাটিয়ে প্রতিবন্ধীদেরকে স্কুলগামী করতে নিয়েছে বিশেষ ব্যবস্থা। স্কুলে শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরণের মনোরঞ্জনের ব্যবস্থা। গান,মিউজিক ও ডিজিটাল ভাবে নেয়া হয়েছে শিক্ষা দেয়ার প্রস্তুতি। প্রতিদিন দুপুরে শিক্ষার্থীদের জন্য রয়েছে খিচুরী খাওয়ার ব্যবস্থা। শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতের জন্য রয়েছে নিজস্ব পরিবহন ব্যবস্থা। প্রতিমাসে একটি করে পিকনিক করার জন্য সিদ্ধান্ত নেন স্কুল কর্তৃপক্ষ। স্কুলের প্রধান শিক্ষক বরকত ই-খোদা মুকুল জানান,বুদ্ধি প্রতিবন্ধিদেরকে সঠিক ভাবে শিক্ষা দেয়ার জন্য ধৈর্য্যশীল ও কর্মঠ শিক্ষক নেয়া হয়েছে। আমাদের প্রত্যাশা প্রতিবন্ধীরা যেন ভাল ভাবে লেখা পড়া ও আদর পেয়ে আমাদের জন্য দোয়া করে।



মন্তব্য চালু নেই