কিমের কারণে অ্যাপেল সার্ভারে ধ্বস

মার্কিন রিয়েলিটি টিভি স্টার কিম কারদাশিয়ানের শরীরি আবেদন ফুটে উঠবে এবার ইমোজির মাধ্যমে। তাই এর নাম কিমোজি। কিন্তু এই কিমোজিই অ্যাপেলকে সমস্যায় ফেলেছে।

সম্প্রতি কিম কারদাশিয়ানের ‘কিমোজি’ নামের নতুন একটি ইমোটিকন বাজারে এনেছেন অ্যাপল। আর সেই কিমোজির কারণে ধ্বস নেমেছে অ্যাপেল স্টোরে। অ্যাপেল ব্যবহারকারিরা প্রতি সেকেন্ডে ডাউনলোড করছে কিমোজি। প্রতি সেকেন্ডে নয় হাজার মানুষ কিমোজি ডাউনলোড করেন। এতটাই দ্রুত ডাউনলোড হচ্ছে, যে অ্যাপেল স্টোরের সার্ভার ক্র্যাশ করেছে। টুইটারে এ কথা জানিয়েছেন কিম।

টুইটারে নিজের অভিভূত হওয়ার কথা প্রকাশ করে কিম বলেন, ‘এত মানুষ যে আমার অ্যাপ ডাউনলোড করবে তা ভাবতেই পারি নি’।

এর জন্য অ্যাপলের কাছে দুঃখপ্রকাশও করেছেন কিম। অ্যাপেল স্টোরে ধস নামার ফলে কিমোজি ডাউনলোড আপাতত বন্ধ। তবে আশ্বাস দিয়েছেন কিম। অ্যাপেলের প্রযুক্তিবিদরা কাজ চালাচ্ছেন। খুব শিগগিরই আবার কিমোজির দেখা পাওয়া যাবে ভক্তদের জানালেন কিম।



মন্তব্য চালু নেই