কাস্ত্রোর মৃত্যু : ৯ দিনের শোক ঘোষণা, শেষকৃত্য ৪ ডিসেম্বর

ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে নয় দিনের জাতীয় শোক ঘোষণা করেছে কিউবা। তার শেষকৃত্য হবে ৪ ডিসেম্বর।

সান্তিয়াগো দি কিউবার সান্তা ইফিজেনিয়া সমাধিক্ষেত্রে চিরনিদ্রায় শায়িত করা হবে ফিদেলকে।

স্বাধীনতাযুদ্ধের শহীদদের জন্য ১৮৬৮ সালে সান্তা ইফিজেনিয়া সমাধিক্ষেত্র নির্মাণ করা হয়। কিউবার স্বাধীনতাযুদ্ধের নায়ক হোসে মার্টি ঘুমিয়ে আছেন এই সমাধিক্ষেত্রে।

৪ ডিসেম্বর পর্যন্ত কিউবায় জাতীয় শোক পালন করা হবে। এর আগে ২৯ নভেম্বর রাজধানী হাভানার রেভ্যুলিউশনারি স্কয়ারে তার মরদেহ রাখা হবে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য।

কিউবার কাউন্সিল অব স্টেট এ তথ্য নিশ্চিত করেছে। শনিবার বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সময় শুক্রবার রাত ১০টা ২৯ মিনিটে ৯০ বছর বয়সে হাভানায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফিদেল কাস্ত্রো। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশটিতে। ১৯৫৯ সালে একদলীয় শাসন কায়েম করার পর দীর্ঘ প্রায় অর্ধশতাব্দী ক্ষমতায় ছিলেন তিনি।

স্বাস্থ্যগত সমস্যার কারণে ২০০৮ সালে ছোট ভাই রাউল কাস্ত্রোর হাতে ক্ষমতা দিয়ে সরে দাঁড়ান ফিদেল।



মন্তব্য চালু নেই