কাস্টমস সুপারিনটেনডেন্ট সেলিমের অবৈধ সম্পদের খোঁজে দুদক

ঢাকা কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেটের (উত্তর সার্কেল) সুপারিনটেনডেন্ট মো. সেলিমের অবৈধ সম্পদের খোঁজে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের প্রধান কার্যালয়ে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সম্প্রতি কমিশন থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। দুদকের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

অভিযোগের বিষয়ে দুদক সূত্রে জানা যায়, ঢাকা কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেটের (উত্তর সার্কেল) সুপারিনটেনডেন্ট মো. সেলিম ক্ষমতার অপব্যবহার করে রাজধানীসহ নিজ এলাকায় বেশ কয়েকটি বাড়ি নির্মাণসহ অঢেল সম্পদের মালিক হয়েছেন্, দুদকে আসা এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে আসা অভিযোগ অনুসন্ধানে দুদকের উপপরিচালক মো. হামিদুল হাসানকে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযোগের অনুসন্ধান করে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য তাকে নির্দেশও দিয়েছে কমিশন।

অনুসন্ধান কাজ তদারক করবেন দুদকের পরিচালক মোহাম্মদ বেলাল হোসেন।



মন্তব্য চালু নেই