কাশ্মীর তুষারধসে ভারতীয় সেনার অলৌকিক উদ্ধার

ভারতের বিতর্কিত পাহাড়ি প্রদেশ কাশ্মীরে হিমবাহ স্বাভাবিক একটা ঘটনা। কারণ তাপমাত্রা নেমে যায় শুন্যের নিচে ৫০-৬০ ডিগ্রি পর্যন্ত। প্রায় এক সপ্তাহ আগে এরকমই একটি ভয়াবহ তুষার ধসে চাপা পড়ে গিয়েছিল একদল ভারতীয় সেনা। এদের মধ্যে বেশ কয়েকজন নিহত হন। কিন্তু ৬ দিন পরে অলৌকিক ভাবে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ল্যান্স নায়ক হানামানথাপ্পা কোপ্পাদ নামের ঐ সেনা সদস্য ভূমি থেকে ৬ হাজার ফিট উঁচুতে শাইচেন বরফ পাহাড়ের একটি তুষার ধসে ৮ মিটার গভীর তুষার স্তূপের নিচে চাপা পড়ে যান। ঐ তুষারে চাপা পড়ে ৯ সেনা নিহত হয়েছিল।

তিনি ভাগ্যগুণে বেঁচে গেলেও বর্তমানে গুরুত্বর আহত। তাকে হেলিকপ্টারে করে রাজধানী দিল্লির হাসপাতালে নেয়া হয়েছে। সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেন, ‘তার বেঁচে যাওয়াটা অলৌকিক ব্যাপার। কিন্তু আমরা চাই এই অলৌকিকতা যাতে চালু থাকে, কারণ তার অবস্থা আশংকাজনক।’



মন্তব্য চালু নেই