কাশ্মীরের এক ইঞ্চি মাটিও ছাড়ব না : বিলাওয়াল

ডটার অব ইস্ট খ্যাত পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে এবং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, ‘ভারতের কাছ থেকে যেকোনো মূল্যে আমি সমগ্র কাশ্মীর ফিরিয়ে নেবই। এক ইঞ্চি মাটিও ছাড়ব না।’২৫ বছর বয়সী অক্সফোর্ড গ্রাজুয়েট বিলাওয়াল শুক্রবার পাঞ্জাব রাজ্যের মুলতানে এক কর্মীসভায় এ ঘোষণা দেন।

শনিবার এনডিটিভির অলাইন সংস্করণের এক এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

ভুট্টো পরিবারের নবীন নেতা বিলাওয়াল বলেছেন, ‘ভারতের কাছ থেকে কাশ্মীরকে ফিরিয়ে নেব। কাশ্মীরের এক ইঞ্চি মাটিও ছাড়ব না। অন্য রাজ্যের বেলায়ও এমনটি ঘটবে।’

বিলাওয়াল যখন এমন দম্ভ উচ্চারণ করেন, তখন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ও রাজা পারভেজ আশরাফ তাকে পাশে সরিয়ে দেন।

পাকিস্তানে অনুষ্ঠেয় ২০১৮ সালের সাধারণ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী হবেন বলে ঘোষণা দিয়েছেন বিলাওয়াল।

বিলাওয়ালের মা বেনজির ভুট্টো দুইবার পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তার বাবা আসিফ আলী জারদারি ছিলেন গেল সরকারের প্রেসিডেন্ট। আর তার নানা জুলফিকার আলী ভুট্টো ১৯৬৭ সালে পিপিপি প্রতিষ্ঠা করেন এবং ৭০-এর দশকে প্রধানমন্ত্রী ছিলেন।



মন্তব্য চালু নেই