কালুখালীতে জমি নিয়ে বিরোধের জের ধরে ভাইয়ের মারপিটে স্বামী-স্ত্রী হাসপাতালে

রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের মেরলা গ্রামে জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের মারপিটে স্বামী-স্ত্রী মারাত্বক আহত হয়েছে। আহত গৃহবধুর নাম জহুরা বেগম (৩০) ও তার স¦ামী মানিক মিয়া (৩৮)। বাড়ী মৃগী ইউনিয়নের মেরলা গ্রামে। তাদেরকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন জহুরা বেগম জানান, তার শ্বশুর মোতালেব মিয়া ৩বছর পুর্বে মারা যায়। মারা যাওয়ার পর থেকেই ভাসুর জহির মিয়া জমি তার নামে লিখে নেওয়ার জন্য নানা ভাবে নির্যাতন করতে থাকে। নির্যাতন সহ্য করতে না পেরে মাঠে থাকা ৫ শতাংশ জমি ভাসুরের নামে লিখে দিতে বাধ্য হয়। তাতেও রক্ষা নেই। বাড়ীতে থাকা ১৭ শতাংশ জমিতে থাকা বসত ভিটা লিখে নেওয়ার জন্য চলে আবারও নির্যাতন।

বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যাক্তিদেরকে জানালে নির্যাতনের মাত্রা বেড়ে যায়। স্বামী অসুস্থ হলেও তাকে চিকিৎসা নিতে বাধা সৃষ্টি করে। সোমবার আমপাড়াকে কেন্দ্র করে জহির মিয়া ও তার স্ত্রী মিলে স্বামী-স্ত্রীকে মারপিট করে রক্তাক্ত জখম করে। পরে লোকজন তাদেরকে উদ্ধার করে মঙ্গলবার বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে।



মন্তব্য চালু নেই