কালীগঞ্জে নলডাঙ্গা ভুষণ পাইলট স্কুল সরকারি করণ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

এসএম হাবিব, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জের ১৩৪ বছরের ঐতিহ্যবাহী নলডাঙ্গা ভুষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় জাতীয় করণ করায় দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে শুভেচ্ছা জানিয়ে র‌্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় সরকারি ভুষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি বণার্ঢ্য র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী,অভিভবাবক ও সুধীজনেরা অংশ নেয়। এর পর বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ও র‌্যালীতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেণ উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, কালীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব মকছেদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, শাহনাজ পারভীণ, এএফএম মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক,শহীদ নুর আলী কলেজের অধ্যক্ষ রাশেদ সাত্তার তরু, প্যানেল মেয়র আশরাফুল আলম আশরাফ, এমইউ কলেজের সাবেক অধ্যাপক শরিফুল ইসলাম, নলডাঙ্গা ভুষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক লুতফর রহমান, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ছানা এবং বর্তমান প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা প্রমুখ।



মন্তব্য চালু নেই