কালিগঞ্জ সীমান্তে বিজিবি ও বিএসএফ’র ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক

সাতক্ষীরার নীলডুমুর ৩৪ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক এবং পর্যবেক্ষণ সভা বৃহস্পতিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলার খানজিয়া বিওপি সংলগ্ন নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত বৈঠকে ৩৪ বিজিবি ব্যাটালিয়নের পক্ষে পরিচালক লেঃ কর্নেল শামসুল কবীর পিএসসি এর নেতৃত্বে রিভাইন বর্ডার গার্ড কোম্পানীর অধিনায়কসহ ২ জন স্টাফ অফিসার ও বিভিন্ন পদবীর ৮ জন এবং কলকাতার টাগোরভিলার ৩ বিএসএফ ব্যাটালিয়ন এর কমান্ড্যান্ট শ্রী কে এম প্রসাদ এর নেতৃত্বে ৩ জন স্টাফ অফিসারসহ বিভিন্ন পদবীর ৬ জন বিএসএফ সদস্য অংশগ্রহণ করেন। মতবিনিময় ও আলোচনা শেষে পরস্পরের মধ্যে শুভেচ্ছার নিদর্শন স্বরুপ উপহার সামগ্রী বিনিময় করা হয়।
পতাকা বৈঠক ও পর্যবেক্ষণ সভায় শূন্য রেখা হতে ১৫০ গজের বাংলাদেশ পার্শ্বে উন্নয়নমূলক কাজ এবং উভয় পক্ষের সীমান্তের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



মন্তব্য চালু নেই