কালক্ষেপণের কৌশল সাকা-মুজাহিদের

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ উভয় রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার বিষয়টি এড়িয়ে গেলেন।

একটি সূত্র জানিয়েছে, আজ বৃহস্পতিবার রাতে রিভিউ খারিজের রায়ের কপি পড়ে শোনানোর সময় তাদের দুই জনের কাছে ক্ষমা চাইবেন কি না-জানতে চাওয়া হলে তারা এ পর্যায়ে তাদের আইনজীবীদের সঙ্গে দেখা করার ইচ্ছার কথা জানান।

কারাকর্মকর্তারা তাদের জানিয়ে দেন এ পর্যায়ে তা আর সম্ভব নয়। পরে তারা পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার ইচ্ছার কথা জানিয়ে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার প্রসঙ্গটি এড়িয়ে যান।

কারাগারের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আসলে তারা কালক্ষেপণের কৌশল নিয়েছে।

তারা ফাঁসি বিলম্বিত করতে চাইছে।কেননা তারা ভালো করেই জানে যে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়েও আর লাভ নেই।

আজ দুপুরে সাকা চৌধুরী ও মুজাহিদের সঙ্গে দেখা করে গেছেন তাদের স্বজনরা। এ পর্যায়ে কারা কর্তৃপক্ষ ফের স্বজনদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেবেন কি না তা জানা যায়নি।



মন্তব্য চালু নেই