কার কাছে বিচার চাইব : ড. জাফর ইকবাল

ছাত্রলীগের হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. জাফর ইকবাল এ ঘটনায় সাংবাদিকদের কাছে প্রশ্ন রেখে বলেছেন, এ ঘটনায় কার কাছে বিচার চাইব। যাদের কাছে বিচার চাইব তারাইতো এই ঘটনা ঘটিয়েছে। ছাত্রলীগের হামলার প্রতিবাদে আয়োজিত র‌্যালি শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, আমাদের গায়ের চামড়া অনেক মোটা। আমরা বিচার চাইব না। সহ্য করে থাকবো।

এদিকে, ছাত্রলীগের হামলার প্রতিবাদে সকালে ক্যাম্পাসে প্রতিবাদ র‌্যালি ও কালো ব্যাজ ধারণ করে অর্ধ দিবস কর্ম বিরতি পালন করেছেন আন্দোলনকারী শিক্ষকরা। এ সময় ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। আর ভিসি প্রফেসর ড. আমিনুল হক ভুইয়া নিজ কার্যালয়েই অবস্থান করেন।

গতকাল ভিসি আমিনুল হকের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালনের সময় শিক্ষকদের ওপর হামলা করে ছাত্রলীগ। এর প্রতিবাদে গতকাল বিকালে বৃষ্টিতে ভিজে প্রতিবাদ জানান ড. জাফর ইকবাল। ছাত্রলীগের হামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও জাফর ইকবালের স্ত্রী ড.ইয়াসমিন হক লাঞ্ছিত হন।



মন্তব্য চালু নেই