কারো প্রেসক্রিপশনে দেশ চলবে না : শাজাহান খান

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘বাংলাদেশের সংবিধান ও জনগণের মতামতের ভিত্তিতেই দেশ চলবে। কারো প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না।’

রোববার পটুয়াখালী’র কুয়াকাটা লাইট হাউস ও কোস্ট রেডিও স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘যারা ধর্মকে পুঁজি করে রাজর্নীতি করে তাদের পৃথিবীতে এবং আখেরাতে বিচারের মখোমুখি হতে হবে। তাদের সঙ্গে আওয়ামী লীগ সরকার কোনো আপোষ করবে না।’

তিনি বলেন, ‘২০১৩ সালে যারা দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে তাদেরও যুদ্ধাপরাধীদের মত বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। বঙ্গবন্ধুকে স্বপরিবারে যারা হত্যা করেছে তারা কেউ রেহাই পায়নি। রাজাকার-আলবদর- যুদ্ধাপরাধীরাও কোনো ছাড় পাবে না।’

শাহজাহান খান বলেন, ‘লাইট হাউজ ও রেডিও স্টেশন স্থাপন করা হলে সমুদ্রে জেলে ও বিদেশি জাহাজ চলাচলে সুবিধা পাবে এবং সরকারও রাজস্ব পাবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর এম জাকিউর রহমান ভুঁইয়া (পিএসসি, বিএন)।

এছাড়া অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন সাবেক প্রতিমন্ত্রী আলহাজ মাহবুবুর রহমান, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব শেখ সোহরাব হোসেন, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র এসএম রাকিবুল আহসান প্রমুখ।



মন্তব্য চালু নেই